

সাইদুল ইসলাম রনি, গাজীপুরঃ তথ্য সংগ্রহ করতে যাওয়া গাজীপুরের একাধিক সাংবাদিকের উপর হামলার প্রতিবাদে কাপাসিয়ায় মানববন্ধন করেছে স্থানীয় গণমাধ্যম কর্মীরা। ৪ মার্চ শনিবার থেকে সকাল ১১ টায় কাপাসিয়া প্রেসক্লাব চত্বরে এ অনুষ্ঠান হয়।
আহত সাংবাদিকেরা হলেন, একাত্তর টিভির ও দৈনিক মানবজমিন পত্রিকার ইকবাল আহমদ সরকার, আরটিভির আজহারুল ইসলাম, দৈনিক মানবন্ঠের শামসুল হক ভূইয়া, মোহনা টিভির আতিকুর রহমান।
কাপাসিয়া প্রেসক্লাব সভাপতি সঞ্জীব কুমার দাস, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অধ্যাপক শামসুল হুদা লিটন, কাপাসিয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি এফ এম কামাল হোসেন, সাইফুল ইসলাম শাহীন ৷
প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক বেলায়েত হোসেন শামীমের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক মুছা খান রানা ৷
সভায় আরো মোহনা টেলিভিশনের জেলা প্রতিনিধি আতিকুর রহমান আতিক, জাকির হোসেন কামাল, শাকিল হাসান, মজিবুর রহমান মিলন, আব্দুল কাইয়ুম, সফিউদ্দিন আহমেদ জিন্নাহ, খোরশেদ আলম, সাইদুল ইসলাম রনি, তাওহীদ হোসেন মিন্টু প্রমুখ এ সময় উপস্থিত থাকেন ।
জানা যায়, গত বৃহস্পতিবার সকালে গাজীপুরের বাড়ীয়া ইউনিয়নের চিলনী রুশাদিয়া ও কুমুন এলাকার স্থানীয় লোকজনের বিলের জমি ঘিরে নির্মিত একটি বাঁধ বিষয়ে তথ্য সংগ্রহ করতে গেলে সাংবাদিকদের উপর বাড়িয়া ইউপি চেয়ারম্যান হাবীবুর রহমান হাবীর এর নেতৃত্বে হামলা চালানো হয়। এ ঘটনায় নুরু খান বাদী হয়ে স্থানীয় চেয়ারম্যান হাবীবুর রহমান সহ ৬ জনের নামে জয়দেবপুর থানায় মামলা দায়ের করেন।