

সাইদুল ইসলাম রনি, গাজীপুর প্রতিনিধি: গাজীপুরে নবাগত জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম কাপাসিয়া উপজেলায় জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক, সাংবাদিক ও সুধীবৃন্দের সাথে মতবিনিময় করেছেন। এসময় জেলা প্রশাসককে সংবর্ধনা প্রদান করা হয়।
কাপাসিয়া উপজেলা পরিষদ মিলনায়তনে গত ৬ আগস্ট রবিবার দুপুরে উপজেলা প্রশাসন এই মতবিনিময় সভার আয়োজন করে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা একেএম গোলাম মোর্শেদ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলার নবাগত প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম ৷
এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো. আসাদুজ্জামান আসাদ ও মহিলা ভাইস চেয়ারম্যান রওশন আরা সরকার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কাপাসিয়া রিফাত নূর মৌসুমি, কৃষি কর্মকর্তা সুমন কুমার বসাক, কাপাসিয়া থানা পুলিশ পরিদর্শক (অপারেশন) আনিসুর আশেকীন, উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মুক্তিযোদ্ধা বজলুর রশিদ মোল্লা, সাংবাদিক শাহীন হোসেন, বেলায়েত হোসেন, কাপাসিয়া সদর ইউপি চেয়ারম্যান ও উপজেলা যুবলীগ সভাপতি সাখাওয়াত হোসেন প্রধান প্রমুখ।
অনুষ্ঠানে গাজীপুরের জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম বলেন, কাপাসিয়ার বিভিন্ন সমস্যা কথা আমি নোট করেছি এবং যেসকল সমস্যা সৃষ্টি হয়েছে সেগুলোসহ সকল সমস্যার সমাধানে কাজ করা হবে। প্রধানমন্ত্রী বঙ্গতাজ তাজউদ্দীন আহম্মেদ এর এলাকায় মাদক, সন্ত্রাস, কিশোরগ্যান, ইপ্টেজিং, বাল্য বিয়ে সহ বিভিন্ন বিষয়ে জনসাধারণের সমস্যা চিহ্নিত করে গুরুত্ব দিয়ে তা দমন করা হবে ৷
তিনি আরো বলেন, কাপাসিয়ার প্রাচীন ঐতিহ্য ফিরিয়ে আনার চেষ্টা করবো ৷ আপনারা কাপাসিয়া ঐতিহ্যবাহী মসলিন কাপর ও একডালা দূর্গ রক্ষা করার চেষ্টাও করবো আপনাদের সহযোগিতায় ৷ এবং তিনি বলেন, মাদক সমস্যা আমাকে সহযোগিতা করবেন আমি মাদকের মূল হোতাদের চিহ্নিত করে দমন করার সক্ষমতা আমাদের সরকারের রয়েছে ৷