Monday, September 1সময়ের নির্ভীক কন্ঠ
Shadow

কাপাসিয়ায় ড্রাম ট্রাকের চাপায় সাংবাদিক নিহত

গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের কাপাসিয়ায় বালুভর্তী ড্রাম ট্রাকের চাপায় এক সাংবাদিক নিহত হয়েছে।

শুক্রবার (৪ আগস্ট) সকালে গাজীপুর কাপাসিয়া সড়কের কোটবাজালিয়া এলাকায় রহস্যজনক ভাবে এক সড়ক দুর্ঘটনায় তাঁর মৃত্যু হয়েছে (ইন্নালিল্লাহি ওয়া ইন্নালিল্লাহি রাজেউন)।

নিহত সাংবাদিক গাজীপুরের কাপাসিয়া উপজেলার পাবুর গ্রামের মৃত. আবদুছ সাঈদ শেখের ছেলে শেখ মঞ্জুর হোসেন মিলন।

তাঁর অকাল মৃত্যুতে গাজীপুর সাংবাদিক সমাজে শোকের ছায়া নেমে এসেছে।
গাজীপুরের সিনিয়র সাংবাদিক শেখ মঞ্জুর হোসেন মিলন গাজীপুর সিটি প্রেসক্লাবের সভাপতি ছিলেন। তিনি সাপ্তাহিক গাজীপুর দর্পণ পত্রিকার প্রধান সম্পাদক এবং দৈনিক করতোয়া, দৈনিক ভোরের দর্পণ, দৈনিক যুগান্তর ও বৈশাখী টেলিভিশনের গাজীপুর প্রতিনিধি হিসেবে সুনামের সাথে পেশাগত দায়িত্ব পালন করেছেন। তিনি কাপাসিয়া প্রেসক্লাবে তিনবার সাধারণ সম্পাদক ছিলেন।

তিনি মৃত্যুকালে স্ত্রী, দুই কন্যা, মা, ভাই, বোনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

খরর পেয়ে কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) এইচ এম লুৎফুল কবীর ঘটনাস্থল পরিদর্শন করেন।

ওসি বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ড্রাম ট্রাকটি আটক করা হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

শেয়ার বাটন