

নিজস্ব প্রতিনিধি: এতিম শিশুদের সাথে লায়ন্স ক্লাব অফ ঢাকা ওয়েসিসের ইফতার অনুষ্ঠিত হয়েছে। আজ (৮ মার্চ) শনিবার লায়ন্স ক্লাব অফ ঢাকা ওয়েসিসের উদ্যোগে রায়ের বাজারে অবস্থিত অরচিন কেয়ার মাদ্রাসায় এতিম শিশুদের সাথে ইফতারের আয়োজন করা হয়।
ইফতার মাহফিলে ওয়েসিস ক্লাবের পক্ষ থেকে ১৪০ জন এতিম ছাত্রদের জন্য ইফতার এবং রাতের খাবারের ব্যবস্থা করা হয়। এসময় ওয়েসিস লায়ন্স নেতৃবৃন্দ এতিম ছাত্রদের সাথে ইফতারে অংশগ্রহণ করেন। ইফতার ও দোয়া অনুষ্ঠানে সকল লায়ন্স সদস্য ও তাদের পরিবারের সদস্যদের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে দোয়া করা হয়।
উক্ত প্রোগ্রামে ওয়েসিস ক্লাবের পক্ষ থেকে ক্লাবের প্রাক্তন সভাপতি লায়ন প্রফেসর ডাঃ এম ফখরুল ইসলাম এমজেএফ, সাবেক সভাপতি ও প্রোগ্রাম চেয়ারপার্সন লায়ন এসএম শাহেদ হাসান এমজেএফ, সাবেক সভাপতি লায়ন এসএম মেহেদী হাসান পিএমজেএফ, সাবেক সভাপতি লায়ন কাজী সিদ্দিকুর রহমান এমজেএফ, সভাপতি (ইলেক্ট) শেখ শাকিল আহমেদ, ১ম সহ-সভাপতি (ইলেক্ট) শেখ আলতাফ মামুন, ট্রেসারার ও লিও ক্লাব এ্যাডভাইজার লায়ন মোঃ আমিনুর রহমান রাসেল, সদস্য লায়ন কামাল হোসেন, লিও ক্লাবের প্রাক্তন সভাপতি লিও আলআমিন রাব্বি, লিও আরিফ মাহাদীসহ আরো ৩ জন লিও উপস্থিত ছিলেন।