

হাসানুজ্জামান সুমন, বিশেষ প্রতিনিধি: আজ শনিবার দুপুরে এটিএন বাংলার কার্যালয়ে ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক বিপিএম-বার, পিপিএম ফুল দিয়ে এ শুভেচ্ছা জানান। এসময় ডিএমপির বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
বহুল প্রচারিত দেশের প্রথম জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এটিএন বাংলার ২৭ বছরে পদার্পনে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
প্রসঙ্গত, চ্যানেলটির সম্প্রচার শুরু হয় ১৯৯৭ সালের ১৫ জুলাই। সাহসী ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে জনগণের আস্থা অর্জন করার পাশাপাশি জনপ্রিয়তা ধরে রাখতে সক্ষম হয়েছে এটিএন বাংলা।