Wednesday, September 3সময়ের নির্ভীক কন্ঠ
Shadow

ঈদে সড়কে ঝরল ৬০ প্রাণ

বিশেষ প্রতিনিধি: ঈদে ফাঁকা সড়কে যানবাহন চলাচলে গতির প্রতিযোগিতা বেড়েছে। এতে ঈদের আগে ও পরে ছয় দিনে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ৬০ জন।

বিশেষজ্ঞরা বলছেন, এ জন্য গতির নেশা এবং মৌসুমি চালকরা দায়ী।

জাতীয় অর্থপেডিক হাসপাতালের তথ্য মতে, ঈদের তিন দিনে সড়ক দুর্ঘটনায় আহত হয়ে এ হাসপাতালে আসা রোগীর সংখ্যা ২০৬ জন। গণমাধ্যম থেকে পাওয়া তথ্য মতে, গত ছয় দিনে সড়ক দুর্ঘটনায় মারা গেছেন ৬০ জন।

পরিবহন বিশেষজ্ঞ ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. হাদিউজ্জামান বলেন, ঈদের সময় মৌসুমি চালকের সংখ্যা ব্যাপকভাবে বেড়ে যায়। সড়ক-মহাসড়ক ফাঁকা থাকায় তারা যানবাহনের গতি বাড়িয়ে দেন। গতি বাড়ানোয় যে ঝুঁকি তৈরি হচ্ছে, তা তারা মনেই করেন না। এটা দুর্ঘটনার একটা অন্যতম কারণ।

তিনি বলেন, দুর্ঘটনা কমাতে মৌসুমি চালকদের গাড়ি চালানোর ক্ষেত্রে বিধিনিষেধ দেওয়ার পাশাপাশি, পরিবারকে সতর্ক থাকতে হবে।

শেয়ার বাটন