Monday, September 8সময়ের নির্ভীক কন্ঠ
Shadow

ইস্পাহানীর “ইস্পি অরেঞ্জ ড্রিংক পাউডার” এর বিরুদ্ধে অভিযোগ

নিজস্ব প্রতিবেদকঃ এই রমজানে শরবত বানানো নিয়ে আর চিন্তা নেই ইস্পি পাউডার ড্রিংকের আম ও কমলার রিফ্রেশিং টেস্টে প্রাণবন্ত হয়ে উঠুক আপনার ইফতারের টেবিল। এমন চমকপ্রদ বিজ্ঞাপনে মার্কেট সয়লাব করে ফেলছে ইস্পাহানি ইস্পি অরেঞ্জ ও আমের ইন্সট্যান্ট পাউডার। পবিত্র মাহে রমজান উপলক্ষে তাদের তোড়জোড়ের অন্ত নেই। তবে বাস্তবতা বলছে ভিন্ন কথা। অরিজিনাল অরেঞ্জ ও আমের ফ্লেভারের কথা বলা হলেও বাস্তবে মিলছে অন্য টা। অরিজিনাল ফ্লেভারের পরিবর্তে শুধু রং মিশিয়ে মার্কেটে ছাড়ছে তাদের পণ্য। এসব ড্রিংক পাউডার খেয়ে অসুস্থ হয়ে পড়ছে কেউ কেউ। এমনই অভিযোগ দায়ের করেছেন সাংবাদিক কাজী শরীফুল ইসলাম শাকিল। আজ জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন তিনি। উক্ত অভিযোগ পত্রে তিনি উল্লেখ করেন যে, পবিত্র রমজান মাস উপলক্ষে ইস্পাহানির ইস্পি অরেঞ্জ পাউডার এর ৪ টি প্যাকেট কিনেন। পরবর্তী সময়ে এটা পানিতে মিশিয়ে খেয়ে উনার ৪ বছরের বাচ্চা অসুস্থ হয়ে পড়ে। উনি এই কমলা ও আমের পাউডার পরিক্ষা করার জন্য অনেকক্ষণ পানিতে মিশিয়ে নাড়তে থাকলে দেখতে পারেন যে অরিজিনাল অরেঞ্জ ও আমের ফ্লেভারের কথা বলা হলেও এটাতে শুধু রং মিশিয়ে বাজারজাত করেছে ইস্পাহানি।
এই বিষয়টি গতকাল রাতেই উনি জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের হটলাইন(১৬১২১) নাম্বারে ফোন দিয়ে অবগত করলে উনাকে লিখিত অভিযোগ দিতে বলেন। যার পরিপ্রেক্ষিতে উনি আজকে লিখিত অভিযোগ দায়ের করেন মহাপরিচালক বরাবর জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

শেয়ার বাটন