
রফিকুল ইসলাম, দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধিঃ সাতক্ষীরার দেবহাটার ইছামতি নদীতে ভেসে আসলো মৃত ডলফিন মাছ। রবিবার (২৮ জানুয়ারি) সকালে দেবহাটা টাউন শ্রীপুর গ্রামের স্থানীয় আব্দুল ছাত্তার নামের একজন নদী থেকে মৃতডলফিন দেখতে পেয়ে উঠিয়ে নিয়ে আসে। এটি ডলফিন প্রজাতির মাছ ওজন প্রায় ৩০ কেজির মত।