

আবুল কালাম বিন আকবার, কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরা জেলার কালিগঞ্জ থানাধীন নলতায় আহছানিয়া দরবেশ আলী মন্নুজান মেমোরিয়াল প্রি-ক্যাডেট এন্ড হাইস্কুলের বার্ষিক ফলাফল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৯ডিসেম্বর) সকাল ১০ ঘটিকায় অত্র বিদ্যালয়ের সমাবেশ মাঠে ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ সময় অত্র প্রতিষ্ঠানের শিক্ষার মানোন্নয়ন ও বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। অত্র বিদ্যালয়ের সহকারি শিক্ষক মোঃ শাহিনুরের সঞ্চলনায় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবু ফরহাদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ্ব মোঃ গোলাম কুদ্দুস খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মুজিবুর রহমান বাবলু, আলহাজ্ব মোঃ জাহাঙ্গীর হোসেন ও আলহাজ্ব মোঃ রজব আলী প্রমূখ। এসময় প্রতিষ্ঠানের সকল সকল শিক্ষক, ছাত্র-ছাত্রী ও তাদের অভিভাবক বৃন্দ উপস্থিত ছিলেন। বার্ষিক পরীক্ষার ফলাফলে সকল শ্রেণী হতে সর্বমোট ৯৬ জন জিপিএ- ৫ পেয়ে পরবর্তী শ্রেণীতে উত্তীর্ণ হন। ফলাফল প্রকাশে অভিভাবক ও ম্যানেজিং কমিটির সকলে বিস্মিত হন সফলতা দেখে।
ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সভাপতি আলহাজ্ব মোঃ গোলাম কুদ্দুস খান বলেন, আল্লাহর কাছে অনেক অনেক শুকরিয়া, আমাদের বিদ্যালয়ের ফলাফল ক্রমাগতভাবে খুবই ভালো হচ্ছে। আপনাদের সকলের মধ্যে থেকে যেসব সূচিন্তিত মতামত, পরামর্শ ও দিক নির্দেশনা সমূহ আমরা পাবো তা দ্রুত বাস্তবায়ন করে আরো শিক্ষার মানোন্নয়ন করার চেষ্টা করবো, এ মর্মে অভিভাবক বৃন্দকে আশ্বস্ত করেন তিনি। এছাড়াও বিশেষ অতিথি ও অত্র বিদ্যালয়ের শিক্ষকরা বিভিন্ন দিক নির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন। বক্তব্য শেষে সকলের উপস্থিতিতে ভালো ফলাফল করা সকল শিক্ষার্থীকে পুরস্কার প্রদান করেন তারা।