Friday, March 29সময়ের নির্ভীক কন্ঠ
Shadow

আশাশুনিতে ওসি মমিনুল ইসলামের নেতৃত্বে চোর চক্র গ্রেফতার

আশাশুনি প্রতিনিধি: সাতক্ষীরার আশাশুনিতে চেতনা নাশক ঔষধ খাইয়ে অজ্ঞান করে চুরি চক্রের সঙ্গে জড়িতদের গ্রেফতার করা হয়েছে। থানার অফিসার ইনচার্জ মোঃ মমিনুল ইসলাম (পিপিএম) জানান, (১৭ সেপ্টেম্বর) উপজেলার কাদাকাটি ইউনিয়নের মিত্র তেঁতুলিয়া গ্রামের মিঠু শাহ এর বাড়িতে চেতনা নাশক ঔষধ স্প্রে করে জানালার গ্রিল কেটে নগদ টাকা ও স্বর্ণালংকার চুরি করে। জ্ঞান ফেরার পরে মিঠু শাহ থানায় এসে একটি অজ্ঞাতনামা লিখিত অভিযোগ দাখিল করেন। অভিযোগ পেয়ে সন্দেহজনক মিত্র তেঁতুলিয়া গ্রামের পোল্ট্রি ব্যবসায়ী হাসান এর ছেলে সোহাগ (২৪) ও বড়দল ইউনিয়নের গোয়ালডাঙ্গা গ্রামের মৃত ওমর আলী গাজীর ছেলে হামিদ গাজী (৪৭)কে জিজ্ঞাসাবাদের জন্য থানা হেফাজতে নিয়ে তার নাম্বার ট্রাকিং করাসহ জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে চেতনা নাশক ঔষধ খাইয়ে উপজেলার কোথায় কোথায় চুরিসহ তার সঙ্গে কে কে ছিল সেটাও স্বীকার করে। তার স্বীকারোক্তি অনুযায়ী এই চক্রের সঙ্গে জড়িত বড়দল ইউনিয়নের গোয়ালডাঙ্গা গ্রামের মৃত ওমর আলী গাজীর ছেলে হামিদ গাজী, থানার ৩০(৭)২০২২ চুরি মামলার আসামী কে খুলনার পাইকগাছা উপজেলার মৌখালী গ্রামের ইউসুফ আলীর পুত্র ফেরদৌস হোসেন(৫২)। কয়রা উপজেলার আমাদি শেখ পাড়া গ্রামের মৃত অহেদ আলী সানার ছেলে মোঃ রফিকুল সানা “রাজা”(২৮), শেখ খলিলুর রহমানের ছেলে মোঃ মোনায়েম হোসেন (২৫), মৃত শেখ জিয়াদ আলীর ছেলে শেখ অহিদুল ইসলাম (২৮)। ০৯(০৯)২০২২ নং চুরি মামরার আসামী শোভনালী ইউনিয়নের বসুখালী গ্রামের ইসমাইল সরদারের পুত্র পীর আলী (৪৮) সর্বমট ৭জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীদের বিচার অর্থে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
অভিযান অব্যাহত রয়েছে যারা যারা এই চক্রের সঙ্গে জড়িত আছে তাদের কাউকে ছাড় দেওয়া হবে না বললেন থানার ওসি।

শেয়ার বাটন