

বিএম আলাউদ্দীন, আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি: মহান ভাষা দিবস ও আন্তর্জাতিক মার্তৃভাষা দিবস যথাযথভাবে পালনের লক্ষ্যে আশাশুনিতে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মোঃ রনি আলম নূরের সভাপতিত্বে সভায় ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী, কৃষি অফিসার এস এম এনামুল ইসলাম, মৎস্য অফিসার সত্যজিৎ মজুমদার, মেডিকেল অফিসার ডাঃ মোঃ আমিনুল কবির, মাধ্যমিক শিক্ষা অফিসার আতিয়ার রহমান, প্রাথমিক শিক্ষা অফিসার স্বপন কুমার বর্মন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হান্নান, থানার সেকেন্ড অফিসার এসআই শাহীন আলম, সহকারি প্রকৌশলী রবিউল ইসলাম, ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আব্দুল কালাম মোড়লসহ সরকারি কর্মকর্তাবৃন্দ। প্রেসক্লাব ও রিপোর্টার্স ক্লাবের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় ২১ ফেব্রুয়ারি মহান ভাষা দিবস উপলক্ষে রাত ১২.১ মিনিটে শহীদ মিনারে পুস্পমাল্য অর্পন, সুর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন, সকালে প্রভাত ফেরী, ৯.৩০টায় সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ, বাদ জোহর মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠান, মন্দির ও গীর্জায় বিশেষ প্রার্থনা এবং উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে ভাষা দিবসের অনুষ্ঠান করার সিদ্ধান্ত নেওয়া হয়।