Saturday, April 20সময়ের নির্ভীক কন্ঠ
Shadow

আজ থেকে নলতায় ৫৮ তম বার্ষিক ওরছ শরীফ শুরু

তরিকুল ইসলাম, নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জের নলতায় আলহাজ্জ হযরত খানবাহাদুর আহ্ছানউল্লা (র.) এঁর স্থগিত হওয়া ৫৮ তম বার্ষিক পবিত্র ওরছ শরীফ আজ শুক্রবার ১১ মার্চ সকাল থেকে মিলাদ মাহফিলের মাধ্যমে শুরু হয়ে আগামী ১৩ মার্চ রোববার সকালে আখেরী মোনাযাতের মধ্যে দিয়ে শেষ হবে।

উল্লেখ্য, প্রতি বছরের ন্যায় এবছরও গত ৯, ১০ ও ১১ ফেব্রæয়ারি ২০২২ খ্রিস্টাব্দ রোজ বুধ, বৃহস্পতি ও শুক্রবার নলতায় ৫৮ তম বার্ষিক ওরছ শরীফ অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও মহামারী করোনা ভাইরাসের প্রকোপ বেড়ে যাওয়ায় সরকারি বিধিনিষেধ অনুযায়ী গত বৃহস্পতিবার (৩ ফেব্রæয়ারি) সাময়িক স্থগিতের সিদ্ধান্ত গ্রহণ করে নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের কার্যকারি পরিষদ।

পরে, বুধবার (২৩ ফেব্রæয়ারি) নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের ৫৮ তম ওরছ শরীফের এক সভায় কার্যকারি পরিষদের সর্বসম্মতিক্রমে আজ ১১, ১২ ও ১৩ মার্চ ২০২২ খ্রিস্টাব্দ রোজ শুক্র, শনি ও রোববার সাময়িক স্থগিত হওয়া ৫৮ তম ওরছ শরীফ অনুষ্ঠিত হয়েছে।

ওরছ শরীফ উপলক্ষে নলতা পাক রওজা শরীফ, মাহফিল মাঠ, খানার মাঠ, রাস্তা-ঘাট, ফুটবল মাঠের দোকানপাট, রন্ধনশালা, ভক্তবৃন্দের আবাসন ব্যবস্থা, গেট, প্যান্ডেল সহ নলতা শরীফ এলাকায় বিরাজ করছে সাজ সাজ রব।

নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের সার্বিক ব্যবস্থাপনায় উক্ত তিন দিন ব্যাপী অনুষ্ঠিতব্য ৫৮ তম বার্ষিক ওরছ শরীফে যে সমস্ত আলেমগণ পবিত্র কোরআন ও হাদীসের আলোকে নলতা পাক রওজা শরীফ প্রাঙ্গণের মাহফিল মাঠে ওলী-আউলিয়াদের জীবনাদর্শ আলোচনা করবেন তারা হলেন-

২৬ ফাল্গুন ১১ মার্চ শুক্রবার বিকালে
পীরে কামেল আলহাজ্জ হযরতুল আল্লামা খাজা আরিফুর রহমান তাহেরী (পীর সাহেব, চাঁদপুর গাছতলা দরবার শরীফ), আলহাজ্জ মুফতি মোহাম্মদ নাজমুস সায়াদাত ফয়েজী (খতিব, মসজিদ-এ-বেলাল (রা.), আরবী প্রভাষক, কাদেরিয়া তৈয়েবিয়া কামিল মাদরাসা, মোহাম্মদপুর, ঢাকা), এ্যাড. হাফেজ মাওলানা মুফতি নুর মোহাম্মদ আল ক্বাদেরী (খতিব ও পেশ ইমাম, ঐতিহ্যবাহী সওদাগর জামে মসজিদ, বাণিজ্যিক এলাকা, হবিগঞ্জ), মুফতি শাইখ মোহাম্মদ উসমান গনী (সহকারী অধ্যাপক, আহ্ছানিয়া ইন্সটিটিউট অব সুফীজম, ঢাকা)।

২৭ ফাল্গুন ১২ মার্চ শনিবার
আলহাজ্জ হজরত মাওলানা মো.আব্দুর রাজ্জাক (খতিব, সোবহানবাগ জামে মসজিদ, ঢাকা), হজরত মাওলানা শায়ের মোহাম্মদ হাছানুর রহমান হোছাইন নক্সবন্ধী (পরিচালক, দক্ষিণ শ্রীপুর দরগাহ বাড়ী হাফিজিয়া মাদ্রাসা, হাজীগঞ্জ, চাঁদপুর), আলহাজ্জ হজরত মাওলানা আল্লামা মুফতি আব্দুল মজিদ পিরিজপুরী (হবিগঞ্জ চৌধুরী বাজার কেন্দ্রীয় সুন্নী জামে মসজিদের খতিব এবং বিশিষ্ট লেখক ও গবেষক), আলহাজ্জ অধ্যাপক হাফেজ হাফিজুর রহমান (খতিব, গুলশান-১, জামে মসজিদ, ঢাকা), আলহাজ্জ মুফতি মাওলানা মো. আবু সাঈদ জিহাদী রংপুরী ( খতিব, নলতা শরীফ শাহী জামে মসজিদ)।


১২ মার্চ শনিবার বেলা ১২ টা হতে ২ টা পর্যন্ত মিশনের পক্ষ থেকে উপস্থিত সকলের মাঝে তাবারুক পরিবেশন করা হবে। পাশাপাশি এদিন দুপুরে পীর আম্মা ফয়জুন্নেছা’র ৫৫ তম বার্ষিকী কুলখানিও অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।

২৮ ফাল্গুন ১৩ মার্চ রবিবার সকাল ৯ টায় আখেরী মোনাজাত এর মধ্যদিয়ে তিন দিন ব্যাপী পীর কেবলা হজরত খানবাহাদুর আহ্ছানউল্লা (র.) এর ৫৮ তম বার্ষিক ওরছ শরীফ সম্পন্ন হবে।

এছাড়া রবিবার সকাল সাড়ে ১০ টা হতে নলতা শরীফ শাহী জামে মসজিদের ২য় তলায় নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে বলে জানান মিশন কর্তৃপক্ষ।

উক্ত অনুষ্ঠানে সবান্ধবে উপস্থিত হওয়ার জন্য নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের পক্ষ থেকে মিশনের সভাপতি আলহাজ্জ অধ্যাপক ডা: আ ফ ম রুহুল হক এমপি ও সাধারণ সম্পাদক আলহাজ্জ মো. এনামুল হক খোকন সকলকে বিশেষভাবে আমন্ত্রণ জানিয়েছেন।

শেয়ার বাটন