Thursday, September 4সময়ের নির্ভীক কন্ঠ
Shadow

৪কেজি গাঁজাসহ একজনকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ

হাসানুজ্জামান সুমন, বিশেষ প্রতিনিধি: রাজধানীর বংশাল থানা এলাকায় অভিযান চালিয়ে ৪ কেজি গাঁজাসহ একজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর গোয়েন্দা লালবাগ বিভাগ। গ্রেফতারকৃতের নাম- মোঃ নাঈম।
গতকাল বুধবার (২৪ আগস্ট ২০২২) দিবাগত রাত ১২:৪৫ টায় বংশাল থানার নবাব ইউসুফ সিটি কর্পোরেশন মার্কেট এলাকায় অভিযান চালিয়ে তাকে গাঁজাসহ গ্রেফতার করে কোতয়ালী জোনাল টিম।
অভিযানে নেতৃত্ব দেয়া গোয়েন্দা লালবাগ বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোঃ সাইফুল আলম মুজাহিদ জানান, একজন মাদক কারবারি গাঁজাসহ বংশাল থানার নবাব ইউসুফ সিটি কর্পোরেশন মার্কেটের হানিফ জুস বারের সামনে অবস্থান করছে মর্মে তথ্য পাওয়া যায়। এমন তথ্যের ভিত্তিতে ওই স্থানে অভিযান পরিচালনা করা হয়। এসময় পুলিশের উপস্থিতি বুঝতে পেরে পালানোর চেষ্টাকালে নাঈমকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের সময় তার হেফাজত হতে ৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতের বিরুদ্ধে বংশাল থানায় মামলা রুজু হয়েছে বলে জানান গোয়েন্দা এ পুলিশ কর্মকর্তা।

শেয়ার বাটন