Sunday, July 14সময়ের নির্ভীক কন্ঠ
Shadow

স্থায়ী ক্যাম্পাসের দাবিতে সড়কে ভিকারুননিসার শিক্ষার্থী-অভিভাবকরা

নিজস্ব প্রতিবেদক: স্থায়ী ক্যাম্পাসের দাবিতে রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের ধানমন্ডি শাখার শিক্ষার্থী ও অভিভাবকরা সড়ক আটকিয়ে বিক্ষোভ করছে।

মঙ্গলবার (১১ অক্টোবর) দুপুর ১২টা থেকে ধানমন্ডির অরচার্ড পয়েন্টের সামনে কয়েকশ শিক্ষার্থী ও অভিভাবক মিরপুর সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে। বেলা ২টার পরও সেখানে বিক্ষোভ চলছিল। এতে সড়কের দুই পাশে যান চলাচল বন্ধ হয়ে গেছে।

ধানমন্ডি থানার পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম জানান, শিক্ষার্থীদের সঙ্গে অভিভাবকরাও বিক্ষোভে অংশ নিয়েছেন। তাদের সড়ক ছেড়ে দেওয়ার জন্য বোঝানো হচ্ছে। কিন্তু তারা সড়ক থেকে যাচ্ছেন না।

শেয়ার বাটন