Friday, September 22সময়ের নির্ভীক কন্ঠ
Shadow

সাহেব বাড়ি জামে মসজিদে যথাযোগ্য মর্যাদায় ঈদে মিলাদুন্নবী পালিত

তরিকুল ইসলাম, নিজস্ব প্রতিনিধিঃ রোববার ১২ই রবিউল আউয়াল ও ৯ অক্টোবর ছিল পবিত্র ঈদে মিলাদুন্নবী। আমাদের প্রিয় মহানবী হযরত মুহাম্মদ (সা:) এর জন্ম ও ওফাতের দিন ৫৭০ খ্রিস্টাব্দের এই দিনে মহানবী (সা:) সৌদি আরবের মক্কা নগরীতে জন্মগ্রহণ করেন। ৬৩২ খ্রিস্টাব্দে এর একই দিনে তিনি মৃত্যুবরণ করেন। এই দিনটি বিশ্বের ধর্মপ্রাণ মুসলমানরা পবিত্র” ঈদে মিলাদুন্নবী” পালন করেন। দিবসটি পালন উপলক্ষে সাহেব বাড়ি জামে মসজিদে যথাযোগ্য মর্যাদা, ভাব ও গাম্ভীর্যের মধ্যে দিবসটি পালন করে। দিবসটি পালন উপলক্ষে মসজিদ কমিটির সভাপতি ইকবাল মাসুদ এর সভাপতিত্বে এবং সাবেক ইউপি মেম্বার আকবর আলীর সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন হজরত মাওলানা নুরুল ইসলাম ফারুকী। এছাড়াও বক্তব্য রাখেন মসজিদের ইমাম হাফেজ মো ইমদাদুল হক। এছাড়া মহানবী হযরত মুহাম্মদ (সা:) এর উপর কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরন করা হয়। বক্তব্য শেষে দেশ ও জাতি এবং মুসলিম উম্মার শান্তি সমৃদ্ধির জন্য মিলাদ, দুরুদ পাঠ, মোনাজাত ও তাবারুক বিতরন করা হয়।

শেয়ার বাটন