Sunday, November 9সময়ের নির্ভীক কন্ঠ
Shadow

সাতক্ষীরা জেলা রোভারের বার্ষিক অডিট চলছে

আবু তালেবঃ বাংলাদেশ স্কাউটস সাতক্ষীরা জেলা রোভারের বার্ষিক অডিট চলছে। অডিটে আহবায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন এস এম মাহবুবুর রহমান অধ্যক্ষ বঙ্গবন্ধু মহিলা কলেজ। সদস্য হিসেবে যথাক্রমে মোঃ জুলফিকার আল মেহেদী অধ্যক্ষ নওয়াবেকী কলেজ, মাহবুবুা খাতুন সহঃ অধ্যাপক কুমিরা মহিলা কলেজ, সিদ্ধার্থ কুমার মন্ডল প্রভাষক দক্ষিণ শ্রীপুর কুশলিয়া স্কুল অ্যান্ড কলেজ ও মোঃ আমজেদ হোসেন প্রভাষক খানপুর ছিদ্দিকিয়া মাদ্রাসা। অডিট ফেস করছেন জেলা রোভার কোষাধ্যক্ষ মোঃ আবু তালেব ও সম্পাদক এস এম আসাদুজ্জামান। এ সময় উপস্থিত থেকে সকল কাজের দেখভাল করছেন কমিশনার অধ্যক্ষ ইমদাদুল হক।

শেয়ার বাটন