Monday, September 16সময়ের নির্ভীক কন্ঠ
Shadow

সাতক্ষীরায় ইউপি নির্বাচনে রুহুল হক এমপির এলাকায় আওয়ামী লীগের ধস

তৃতীয় ধাপের নির্বাচনে সাতক্ষীরা জেলার দেবহাটা উপজেলার ৫টি ইউনিয়নে চারটিতেই পরাজিত আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থীরা। কুলিয়া ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী আসাদুল হক, পারুলিয়া ইউনিয়নে বিএনপি সমর্থিত প্রার্থী গোলাম ফারুক বাবু, সখিপুর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী সাইফুল ইসলাম, নওয়াপাড়া ইউনিয়নে নৌকা সমর্থিত প্রার্থী সাহেব আলী এবং দেবহাটা ইউনিয়নে বিএনপি সমর্থিত প্রার্থী আবুল মতিন বকুল বিজয়ী হয়েছেন।

কালিগঞ্জ উপজেলার ১২টি ইউনিয়নের মধ্যে ৭টিতে নৌকার প্রার্থী পরাজিত হয়েছেন। এই দুই উপজেলা নিয়ে সাবেক স্বাস্থ্য মন্ত্রী অধ্যাপক রুহুল হক এর নির্বাচনী এলাকা।

ইউনিয়ন পরিষদগুলোয় (ইউপি) দলীয় চেয়ারম্যান প্রার্থীদের মনোনয়ন বানিজ্য ও অযোগ্য দুর্নীতিবাজ প্রার্থীদের জনগন প্রত্যখ্যান করেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন সত্বেও স্থানীয় নেতাদের কারণে নৌকার প্রার্থীরা জনগনের মন জয় করতে পারেনি।

শেয়ার বাটন