

তরিকুল ইসলাম, বিশেষ প্রতিনিধি: ‘সাতক্ষীরার কথা’ পত্রিকার সম্পাদক মামুন বিল্লাহ নলতা শরীফ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানিয়েছে ‘সাতক্ষীরার কথা’ পরিবার। গত শনিবার (১৬ নভেম্বর) বিকাল ৪ ঘটিকায় প্রেসক্লাবের আহবায়ক কমিটির যুগ্ম-আহবায়ক মীর জাহাঙ্গীর হোসেন-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সাধারণ সভায় এই কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যান্যরা হলেন-সভাপতি নির্বাচিত হয়েছেন প্রেসক্লাবের সাবেক সভাপতি দৈনিক লোক সমাজ ও বিজনেস বাংলাদেশ পত্রিকার সাতক্ষীরা প্রতিনিধি মীর জাহাঙ্গীর হোসেন , সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন জাতীয় দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার কালিগঞ্জ প্রতিনিধি ও দৈনিক সাতক্ষীরার কথা পত্রিকার স্টাফ রিপোর্টার আবুল কালাম বিন আকবার। এছাড়াও সহ-সভাপতি গাজী জাহাঙ্গীর ও সেলিম শারিয়ার, যুগ্ম-সম্পাদক রফিকুল ইসলাম, অর্থ বিষয়ক সম্পাদক মাওঃ আশরাফ হোসেন, দপ্তর সম্পাদক হাফিজুল ইসলাম পাড়, সাহিত্য বিষয়ক সম্পাদক মাহাবুবুর রহমান, প্রচার সম্পাদক আবুল হুসাইন, কার্যনির্বাহী সদস্য যথাক্রমে আবু রায়হান ও হারুন অর রশিদ নির্বাচিত হয়েছেন।