বিশেষ প্রতিনিধি: সাতক্ষীরার দেবহাটার ঐতিহ্যবাহী সরকারি খান বাহাদুর আহছান উল্লাহ কলেজের নবাগত রোভার সহচরদের এক ওরিয়েন্টেশন অধ্যক্ষ প্রফেসর অলক কুমার ব্যানার্জি সভাপতিত্বে আই সিটি হল রুমে অনুষ্ঠিত হয়। রোভার সম্পাদক ও আর এস এল আবু তালবের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন প্রাক্তন অধ্যক্ষ স্কাউটার মোঃ রিয়াজুল ইসলাম। আরো বক্তব্য রাখেন হিসাব বিজ্ঞানের বিভাগীয় প্রধান মোঃ আকবর আলী, কৃষি শিক্ষা বিভাগের প্রধান মোঃ আব্দুর রহমান, ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান ও আর এস এল মোঃ মনিরুজ্জামান, আরএসএল প্রভাষক রিতা রানী। এসময় আরো উপস্থিত ছিলেন বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ। অনুষ্ঠান শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন রোভার আলমগীর হোসাইন, গীতা থেকে পাঠ করেন প্রিয়ন্তী মন্ডল। অরিয়েন্টেশনে রোভার সহচরদের বরণ করে নেয়া হয়। অতিথীবৃন্দ আগামী দিনে রোভারদেরকে শিক্ষার পাশাপাশি দক্ষ, যোগ্য ও সুনাগরিক হিসেবে গড়ে ওঠার আহবান জানান।