তরিকুল ইসলাম লাভলু, বিশেষ প্রতিনিধি: সাতক্ষীরা জেলার শান্তিপ্রিয় আপামর জনগণকে প্রতিহিংসা পরায়ণ, ক্রোধ, ক্ষোভ, লোভ, প্রতিশোধ বর্জন করার আহবান জানিয়েছেন সাতক্ষীরা জেলা ছাত্রদলের সভাপতি শেখ শরিফুজ্জামান সজীব। তিনি জানান, হিংসা দিয়ে হিংসা কখনো মুছে ফেলা যায় না। যারা প্রতিহিংসামূলক আচরণ শুরু করছে তারা আমাদের কোন সংগঠনের নয়। সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে দুর্বৃত্তদের থেকে প্রতিরোধ গড়ে তুলতে হবে। জনগণের জানমাল ও নিরাপত্তা নিশ্চিত করতে সর্বদা প্রস্তুত জেলা ছাত্রদল।
যেকোন প্রয়োজনে যোগাযোগ করার আহবান জানিয়েছেন শেখ শরিফুজ্জামান সজীব, সভাপতি সাতক্ষীরা জেলা ছাত্রদল।
যোগাযোগ: ০১৭১৬৭১৪৩০৯