Wednesday, December 11সময়ের নির্ভীক কন্ঠ
Shadow

‘লাভ লেটার্স’ নাটকের মঞ্চায়ন উপভোগ করলেন স্পিকার

হাসানুজ্জামান সুমন, বিশেষ প্রতিনিধি:পার্লামেন্ট মেম্বার্স ক্লাব আয়োজিত নাট্যদল থিয়েটার প্রযোজিত ‘লাভ লেটার্স’ নাটকের মঞ্চায়নে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী। এসময় তিনি নাটকটি উপভোগ করেন।

শনিবার(১১ মে) রাজধানীর শিল্পকলা একাডেমিতে এ নাটকের মঞ্চায়ন হয়।

ধর্মমন্ত্রী মোঃ ফরিদুল হক খান, পরিকল্পনা প্রতিমন্ত্রী শহীদুজ্জামান সরকার, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মহিববুর রহমান, সংস্কৃতি প্রতিমন্ত্রী নাহিদ ইজাহার খান, হুইপ সানজিদা খানম, পার্লামেন্ট মেম্বার্স ক্লাবের সাধারণ সম্পাদক ও অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ বি তাজুল ইসলাম, স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি বেনজীর আহমেদ, কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আব্দুর রাজ্জাক, বীরেন সিকদার এমপি, আক্তারুজ্জামান এমপি, অপরাজিতা হক এমপি, আরমা দত্ত এমপি প্রমুখ এসময় উপস্থিত ছিলেন।

‘লাভ লেটার্স’ নাটকটি বাংলা রূপান্তর করেছেন আব্দুস সেলিম, নির্দেশনা দিয়েছেন ত্রপা মজুমদার, নাটকে অভিনয় করেছেন রামেন্দু মজুমদার ও ফেরদৌসী মজুমদার।
জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব কে এম আব্দুস সালাম, শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী, স্পিকারের স্বামী ফার্মাসিউটিক্যালস বিশেষজ্ঞ সৈয়দ ইশতিয়াক হোসেন এসময় উপস্থিত ছিলেন।

শেয়ার বাটন