
মোঃ জুলহাজুল কবীর, নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: মাদক সেবনের অপরাধে দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার ৮ মাদকাসক্ত ব্যক্তিকে কারাদন্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত।
বৃহস্পতিবার বিকেলে উপজেলার ডাংশেরঘাট ও চকদলু এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে পুলিশ।
উপজেলার ডাংশেরঘাট ও চকদলু এলাকায় আটককৃত ব্যক্তিরা মাদক সেবন করছে এমন সংবাদ পেয়ে ওই এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে ঘটনাস্থলে উপস্থিত হয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান ফারুক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর আওতায় ৬ জনকে ৩ মাস করে এবং ২ জনকে ৬ মাস করে কারাদণ্ড প্রদান করেন।