Sunday, July 14সময়ের নির্ভীক কন্ঠ
Shadow

মনোহরদী প্রেসক্লাবের মাসিক সভা ও ঈদ উপহার বিতরণ

মনোহরদী(নরসিংদী)প্রতিনিধি: নরসিংদীতে মনোহরদী উপজেলা প্রেসক্লাবের মাসিক মতবিনিময় সভা ও সাংবাদিকদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। শনিবার(১৫ জুন) বিকালে মনোহরদী উপজেলা প্রেসক্লাবের আয়োজনে মনোহরদী উপজেলা রোডে অবস্থিত আসমত ভবন কার্যালয়ে মাসিক মতবিনিময় সভা ও সাংবাদিকদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়। মনোহরদী উপজেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি কাজী শরীফুল ইসলাম শাকিল এর সভাপতিত্বে সহ-সভাপতি তাজুল ইসলাম বাদল, সাধারণ সম্পাদক আজমেরী সুলতানা,যুগ্ম-সাধারণ সাধারণ সম্পাদক আল-আমিন হোসেন,সাংগঠনিক সম্পাদক খন্দকার সেলিম রেজা,সহ-সাংগঠনিক সম্পাদক আল-মুমিন হোসাইন সজিব,দপ্তর সম্পাদক নজরুল ইসলাম,ধর্ম-বিষয়ক সম্পাদক মাওঃমোঃএমরুল ইসলাম,কার্য-নির্বাহী সদস্য শান্ত বণিক,সাইদুল ইসলাম খোকন,তরিকুল ইসলাম,মোবারক হোসেন,সম্মানিত সদস্য জাকির হোসেন,ইব্রাহীম খলীল,মোয়াজ্জেম হোসেন প্রধান,শাকিল খান,সাফায়েত হোসেন দীপক,শামীমুল হক,শিবলু,শিপন,অলিউল্লাহ,ইব্রাহীম মৃধা,ইমরান হোসেন ও মোঃমাসুমসহ অন্যান্য সম্মানিত সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় বক্তারা প্রেসক্লাবের মান-উন্নয়নে করণীয় ও ঈদ পূর্ণমিলনী অনুুষ্ঠান বিষয়ে তাদের গুরুত্বপূর্ণ মতামত প্রদান করেন। সবশেষে মনোহরদী উপজেলা প্রেসক্লাবের পক্ষ থেকে উপস্থিত সকল সাংবাদিকদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়।

শেয়ার বাটন