Monday, September 16সময়ের নির্ভীক কন্ঠ
Shadow

ভোমরা স্থলবন্দরে ট্রাক উল্টে চালক আহত

নিজস্ব প্রতিনিধি: ভোমরা স্থলবন্দরের জিরো পয়েন্ট এলাকায় একটি ট্রাক উল্টে দূর্ঘটনার কবলে পড়েছে। এতে ট্রাক চালক মারাত্নক ভাবে আহত হয়েছেন।

আহত ট্রাক চালক ভারতের পশ্চিম বাংলার স্বরূপনগর থানার বকুলপুর গ্রামের মোন্তাজ আহম্মেদের ছেলে বাবলু রহমান (৫৫)।

প্রত্যক্ষদর্শী সাদ্দাম হোসেন জানান, রবিবার বিকাল ৫ টার দিকে ভারত থেকে ছেড়ে আসা ভুষি বোঝায় ডাব্লু বি-৭৬, বি-২১৯৯ নাম্বারে একটি ট্রাক জিরো পয়েন্ট এলাকায় আসলে উল্টে যায়। এসময় উপস্থিত ব্যক্তিবর্গ ছুটে এসে দরজা ভেঙে রক্তাক্ত জখম অবস্থায় উদ্ধার করে। পরে তাকে অচেতন অবস্থায় সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।

ভোমরা স্থলবন্দর ইমিগ্রেশন পুলিশের ইনচার্জ মাজরিহা হুসাইন জানান, বাংলাদেশ সীমানার জিরো পয়েন্ট এলাকায় একটি ট্রাক উল্টে দূর্ঘটনা ঘটেছে। ট্রাকের চালক ভারতীয় বাসিন্দা। তাকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

শেয়ার বাটন