Wednesday, June 18সময়ের নির্ভীক কন্ঠ
Shadow

ভারতের রাষ্ট্রপতির পক্ষে ড. সনজিদা খাতুনকে মুক্তিযুদ্ধে অসামান্য অবদানের জন্য পদ্মশ্রী পুরস্কার

তরিকুল ইসলাম, নিজস্ব প্রতিনিধি: ভারতের রাষ্ট্রপতি শ্রী রামনাথ কোবিন্দের পক্ষে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার শ্রী বিক্রম দোরাইস্বামী ড. সনজিদা খাতুনকে শিল্পকলায় তাঁর অসামান্য অবদানের জন্য পদ্মশ্রী পুরস্কার হস্তান্তর করেন। স্বাস্থ্যসংক্রান্ত কারণে তিনি ২১ নভেম্বর ২০২১ ভারতে অনুষ্ঠিক পুরস্কার বিতরণীতে অংশ নিতে পারেননি।

ড. সনজিদা খাতুন একজন বিশিষ্ট সঙ্গীতজ্ঞ এবং ১৯৭১সালের মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশ মুক্তিসংগ্রামী শিল্পী সংস্থার অন্যতম প্রধান প্রতিষ্ঠাতা। তিনি ১৯৬০ এর শুরুর দিকে বাঙালি সংস্কৃতির প্রতি নিবেদিত প্রতিষ্ঠান ছায়ানটেরও অন্যতম প্রতিষ্ঠাতা। তাঁর তত্ত্বাবধানে ছায়ানট এখন একটি বিশ্বখ্যাত প্রতিষ্ঠান, যা শাস্ত্রীয় সঙ্গীত ও নৃত্য প্রসারে কাজ করছে।

হাই কমিশনার শ্রী বিক্রম দোরাইস্বামী ড. সানজিদা খাতুনকে স্মারক দিয়ে অভিনন্দন জানান, যা মৈত্রী দিবসে ২০২০ ও ২০২১ সালের পদ্ম পুরস্কারপ্রাপ্তদের দেওয়া হয়েছিল।

শেয়ার বাটন