Monday, September 16সময়ের নির্ভীক কন্ঠ
Shadow

বন্যার্তদের পাশে এম ফখরুল ইসলাম ফাউন্ডেশন

তরিকুল ইসলাম লাভলু, নিজস্ব প্রতিনিধি: দেশে বন্যার্তদের উদ্ধার ও ত্রাণ সহায়তায় কার্যক্রমে অংশ নিয়েছে এম ফখরুল ইসলাম ফাউন্ডেশন। গত ২৩ আগস্ট থেকে ৩০ আগস্ট পর্যন্ত সময়ে ফাউন্ডেশনটি ফেনীর সোনাগাজী অঞ্চলে বন্যাকবলিত এলাকায় বন্যার্তদের মাঝে শুকনো খাবার ও ভারী খাবার (চাল ডাল আলু পেঁয়াজ তেল) এর ২১৪৪টি পরিবারে মাঝে ত্রাণ বিতরণ করে। যৌথ সহযোগিতায় প্রায় ৬ শত প্যাকেট খিচুড়ি বিতরণ করে। এছাড়াও ২০ টি পরিবারের মাঝে স্বল্প সংখক নগদ অর্থ বিতরণ করা হয়।

সোনাগাজীর বিভিন্ন ঝুঁকিপূর্ণ অঞ্চল থেকে নারী, শিশু, বয়স্ক মানুষ উদ্ধার করেছি প্রায় ২৫ জন এবং স্বল্প পরিসরে ট্রান্সপোটেশন সুযোগ দিয়ে বন্যা কবলিত মানুষের পাশে থাকার চেষ্টা করে ফাউন্ডেশনটি।

দেশের বৃহৎ প্রপার্টিজ কোম্পানি ইনটেক প্রপার্টিজ লি: এর ব্যবস্থাপনা পরিচালক ও এম ফখরুল ইসলাম ফাউন্ডেশনের পরিচালক এম ফখরুল ইসলাম বলেন, বিগত ২০০৬ সাল থেকে ক্রমান্বয়ে অসহায় ও দুস্থ মানুষের পাশে থেকে অন্তত নিঃস্বার্থে জনজীবনে পাশে থাকার চেষ্টা করেছি। ভবিষ্যতেও এম ফখরুল ইসলাম ফাউন্ডেশন যেই কোনো সামাজিক কার্যক্রমে অংশীদার হয়ে থাকবে।
এছাড়াও যেই সকল ব্যক্তি এই মহৎ কাজে সহযোগিতার হাত বাড়িয়ে এই কার্যক্রমে অংশীদার হয়েছেন সকলের প্রতি তিনি কৃতজ্ঞতা জানান।

শেয়ার বাটন