রফিকুল ইসলাম, দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধিঃ ফিলিস্তিনের গাজা সহ অন্যান্য স্থানে ইসরায়েলি দখলদার বাহিনীর সাম্প্রতিক বর্বরোচিত হামলায় নিরীহ ফিলিস্তিনি নাগরিকদের মৃত্যুতে জাতীয় ইমাম সমিতির ২০ অক্টোবর শুক্রবার বাদ জুম্মা নিহতদের আত্মার শান্তি ও আহতদের সুস্থতার জন্য দেবহাটার সকল মসজিদে ও ধর্মীয় উপাসনালয় গুলোতে বিশেষ দোয়া ও প্রার্থনা করা হয়েছে। উপজেলা মডেল মসজিদ, সখিপুর সাহেব বাড়ি জামে মসজিদটি, সখিপুর সরকারি খান বাহাদুর কলেজ মসজিদ,পারুলিয়া সেড মসজিদ, কুলিয়া ঈদগা জামে মসজিদ, টাউনশ্রীপুর জামে মসজিদ সহ সকল মসজিদে এ দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এছাড়া অন্যান্য ধর্মাবলম্বীদের উপাসনালয় গুলোতে বিশেষ প্রার্থনা করা হয়েছে। ইসরাইল কর্তৃক ফিলিস্তিনের মুসলমান নর-নারী ও অসহায় শিশুদের উপরে নির্বিচারে বোমা ও ফসফরাস নিক্ষেপ করছে ইসরাইল ,অবিলম্বে এই হামলা বন্ধ করতে হবে। সারা বিশ্বের মুসলিমদের এক হয়ে লড়াই করে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রে কায়েমের আহ্বান জানান।