Saturday, March 22সময়ের নির্ভীক কন্ঠ
Shadow

নাহার সার্জিক্যাল ক্লিনিকে ৯ম বর্ষপূর্তি পালিত

মোঃ রফিকুল ইসলাম, বিশেষ প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জের নলতা হাটখোলায় অবস্থিত নাহার সার্জিক্যাল ক্লিনিক এন্ড ডিজিটাল ল্যাব এর ৯ম বর্ষপূর্তি উপলক্ষে ১২ জুলাই শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় গ্রাম ডাক্তারদের নিয়ে এক সায়েন্টিফিক কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে ক্লিনিকের চেয়ারম্যান শামিম হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে গোপালগঞ্জ শেখ সায়রা খাতুন মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক ডাঃ মোঃ আব্দুল লতিফ বর্তমান আমাদের দেশে সাপের আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সে বিষয়ে সকলকে সতর্ক করে সাপে কামড়ালে বাড়িতে দেরি না করে সাথে সাথে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পরমর্শ দেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বা বক্তব্য রাখেন, সাতক্ষীরা মেডিকেল কলেজের প্রভাষক ডাঃ গাজী আব্দুস সাদিক অপু, নলতা হাপাতালের সুপারিনটেনডেন্ট ডাঃ আবুল ফজল মাহমুদ বাপী, দৈনিক দৃষ্টিপাতের বিশেষ প্রতিনিধি মোঃ রফিকুল ইসলাম। অনুষ্ঠানে গ্রাম ডাক্তার মোঃ জাহিদুল ইসলামের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, নাহার সার্জিক্যাল ক্লিনিকের পরিচালক মোঃ আরিজুল ইসলাম, সহকারী পরিচালক প্রশাসনিক কর্মকর্তা শেখ ইকরামুল, তাপষ ঘোষ, ইমরাজুলসহ দেড়শতাধিক গ্রাম ডাক্তারবৃন্দ।

শেয়ার বাটন