Wednesday, December 11সময়ের নির্ভীক কন্ঠ
Shadow

নলতায় লক্ষ টাকার চেয়ারম্যান কাপ নকআউট ফুটবল টুর্নামেন্টের টাইব্রেকার ঈশ্বরীপুর স্পোটিং ক্লাব জয়ী

মামুন বিল্লাহ ও তরিকুল ইসলাম, নলতা (কালীগঞ্জ) সাতক্ষীরা প্রতিনিধি:সাতক্ষীরার কালীগঞ্জের নলতা ইউনিয়ন বিএনপির আয়োজনে লক্ষ টাকার চেয়ারম্যান কাপ ৮ দলীয় নক-আউট ফুটবল টুর্নামেন্টের টাইব্রেকারে শ্যামনগরের ঈশ্বরীপুর স্পোটিং ক্লাব মাহমুদুল যুব সংঘ ফুটবল একাদশকে ৪-৩ গোলে পরাজিত করে সেমিফাইনালে উপনীত হয়েছে। গতকাল বৃহস্পতিবার নলতা হাই স্কুল ফুটবল মাঠে নলতা ইউনিয়ন বিএনপির আয়োজনে চেয়ারম্যান কাপ ৮ দলীয় লক্ষ টাকার ফুটবল টুর্নামেন্টের তৃতীয় খেলা অনুষ্ঠিত হয়। তীব্র প্রতিদ্বন্দিতাপূর্ণ খেলার শুরুতে আক্রমণ পাল্টা আক্রমণের মধ্য দিয়ে খেলার প্রথম আর্ধে মাহমুদপুর যুব সংঘের ১১ নম্বর জার্সিতারী খেলোয়াড় অপু গোল করে দলকে এগিয়ে নেয় । দ্বিতীয় আর্ধে ঈশ্বরীপুর স্পোর্টিং ক্লাবের ১১ নম্বর জার্সিধারী খেলোয়াড় জাহিদ গোল করলে খেলায় সমতায় ফিরে আসে। পরে ভাগ্য নির্ধারণ হয় টাইব্রেকার। খেলায় ম্যান অফ দ্যা ম্যাচ হয়েছে ঈশ্বরীপুর স্পোর্টিং ক্লাবের ১১ নম্বর জার্সিধারী খেলোয়াড় জাহিদ। খেলাটি রেফারি হিসেবে পরিচালনা করেন মনজুর এলাহি বাবু , সৈয়দ মোমিনুর রহমান , রুবেল হোসেন ও নাঈম হোসেন খেলায় ম্যাচ কমিশনার ছিলাম সুকুমার দাশ বাচ্চু। খেলায় প্রচুর দর্শক সমাগম হয়। পরবর্তী খেলা আগামী ১ ডিসেম্বর রবিবার গাজিরহাট প্রগতি সংঘ বনাম হাদিপুর ফুটবল একাদশ।

শেয়ার বাটন