Friday, September 22সময়ের নির্ভীক কন্ঠ
Shadow

নলতায় প্রশিক্ষণার্থী নির্বাচনে কমিউনিটি মোবিলাইজেশন সভা অনুষ্ঠিত

আবুল কালাম বিন আকবার, কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি : সাতক্ষীরার জেলার কালিগঞ্জ উপজেলাধীন নলতায় সেইপ প্রকল্পের প্রশিক্ষণার্থী নির্বাচনের লক্ষে কমিউনিটি মোবিলাইজেশন সভা অনুষ্ঠিত হয়েছে।

২৪ জুলাই সোমবার বেলা ১১ টা হতে প্রফেসর ডাঃ আ.ফ.ম রুহুল হক পলিটেকনিক ইনস্টিটিউট এন্ড টেকনিক্যাল সেন্টারের আয়োজনে এবং পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর সহযোগিতায় সেইপ প্রকল্পের আওতায় উক্ত সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য ও সাবেক স্বাস্থ্য মন্ত্রী অধ্যাপক ডাঃ আ.ফ.ম রুহুল হক এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন অর্থনীতিবিদ পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) চেয়ারম্যান ড. কাজী খালিকুজ্জামান আহমেদ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পিকেএসএফের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ড. জসীম উদ্দীন।

রেডিও নলতার স্টেশন ম্যানেজার সেলিম শাহরিয়ার এর সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নলতা হাসপাতালের সুপারিনটেন্ডেন্ট ডা: আবুল ফজল মাহমুদ বাপী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও তারালি ইউপি চেয়ারম্যান এনামুল হোসেন ছোট, নলতা কেন্দ্রীয় আহছানীয়া মিশনের যুগ্ম-সম্পাদক ডা: নজরুল ইসলাম, প্রফেসর ডা: আ.ফ.ম রুহুল হক পলিটেকনিক ইনস্টিটিউট এন্ড টেকনিক্যাল ট্রেনিং সেন্টারের পরিচালক বদিউজ্জামান, নলতা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আনিছুজ্জামান খোকন প্রমুখ।

এসময় ‘স্কিলস ফর এমপ্লয়মেন্ট ইনভেস্টমেন্ট প্রোগ্রাম (সেইপ)’ প্রকল্পের আওতায় ফ্যাশন গার্মেন্টস ট্রেডে প্রশিক্ষণার্থী প্রশিক্ষণ গ্রহন করছে। তাছাড়া প্রতিষ্ঠানে আইটি, ইলেক্টিক্যাল, ওয়াল্ডিং, মোটর ড্রাইভিং, অটোমোবাইল সহ বিভিন্ন কারিগরি প্রশিক্ষণ চলমান রয়েছে।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান সরকারের উদ্যোগে সারাদেশে দক্ষ জনশক্তি গড়ে তোলার লক্ষে ‘স্কিলস ফর এমপ্লয়মেন্ট ইনভেস্টমেন্ট প্রোগ্রাম’ চলমান রয়েছে। তাছাড়া দক্ষতা অর্জন না করা গেলে উন্নত দেশে রূপান্তিত করা সম্ভব না। তাই আমাদের সততার সাথে কাজ করতে হবে। ভাল মানুষ হয়ে দেশ ও জাতীর কল্যাণে কাজ করতে হবে। সুখি ও সমৃদ্ধি বাংলাদেশ গড়তে নিজেদের দক্ষ করে তোলার বিকল্প নেই।

শেয়ার বাটন