

নিজস্ব প্রতিবেদক: দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণে সরকারকে ৭ দফা সুপারিশ দিয়েছে ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ।
মঙ্গলবার (৮ মার্চ) বিকালে বাংলাদেশ জাতীয় চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন (বিএফডিসি)তে ডিবেট ফর ডেমোক্রেসির আয়োজনে “দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকারের সদিচ্ছার ঘাটতি নেই” শীর্ষক সংসদ বিতর্ক প্রতিযোগিতার পর তিনি এ সুপারিশ উপস্থাপন করেন। তার দেয়া ৭ দফা সুপারিশ গুলো হলো-
১। জরুরী ভিত্তিতে রাশিয়া – ইউক্রেন যুদ্ধ পরিস্থিতির প্রভাব মোকাবেলায় অন্তত আগামী ৬ মাসের জন্য নিশ্চিতকরণে বিশেষ ব্যবস্থা গ্রহণ করা
২। বর্তমান দ্রব্যমূল্যের উর্দ্ধগতির প্রভাব মোকাবেলায় প্রান্তিক জনগোষ্ঠীর খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে আগামী কোরবানীর ঈদ পর্যন্ত টিসিবির মাধ্যমে স্বল্পমূল্যে খাদ্য ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্য প্রত্যেক উপজেলায় সরবরাহ করা
৩। আভ্যন্তরীণ চাহিদা পুরণ না হওয়া পর্যন্ত খাদ্য শস্য , শাক – সবজী , মাছ – মাংস বিদেশে রফতানী সাময়িকভাবে স্থগিত রাখা
৪। অসাধু ব্যবসায়ী যারা কৃত্রিমভাবে খানা পণ্য সংকট তৈরি করছে তাদের বিরুদ্ধে বিশেষ ট্রাব্যুনালের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা
৫। এফবিসিসিআই সহ ব্যবসায়ী সংগঠনগুলোকে দ্রব্যমূল্যের উর্দ্ধগতি নিয়ন্ত্রণ করার পক্ষে দায়িত্বশীল ভূমিকা পালন করে আভ্যন্তরিন পর্যাবেক্ষন জোরদার করা
৬। পণ্যের নিরাপদ সাপ্লাই চেইন নিশ্চিত করার জন্য স্থানীয় প্রশাসন ও স্থানীয় সরকারে জনপ্রতিনিধিদের সম্পৃক্ত করা
৭। দ্রব্যমূল্যের বৃদ্ধির বর্তমান পরিস্থিতিতে আমদানী নির্ভর পণ্যের ভ্যাট হ্রাস করা । একই সাথে আমদানী নির্ভরতা কতিপয় প্রতিষ্ঠানের হাতে সীমিত না রেখে উন্মুক্ত করে দেয়া।
এ বিতর্ক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের (এমপি)।