Thursday, November 20সময়ের নির্ভীক কন্ঠ
Shadow

দেবহাটায় ওয়ারেন্টভূক্ত এক আসামী আটক

নিজস্ব প্রতিনিধিঃ সাতক্ষীরার দেবহাটা থানা পুলিশের অভিযানে জিআর ওয়ারেন্টভূক্ত ১ জন আসামী গ্রেফতার হয়েছে। তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরন করা হয়েছে। পুলিশ জানায়, সাতক্ষীরার পুলিশ সুপার কাজী মনিরুজ্জামানের দিক নির্দেশনায়,সিনিয়র সহকারী পুলিশ সুপার (দেবহাটা সার্কেল) এসএম জামিল আহমেদের সার্বিক তত্ত্বাবধানে এবং দেবহাটা থানার অফিসার ইনচার্জ শেখ ওবায়দুল্লাহর নেতৃত্বে দেবহাটা থানা এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষা, মাদকদ্রব্য উদ্ধার, গ্রেফতারী পরোয়ানা তামিল ও বিশেষ অভিযান পরিচালনাকালে ইং ২২/০৯/২০২২ তারিখ, এসআই(নিঃ) শোভন দাশ সংগীয় ফোর্সসহ দেবহাটা থানার জনগন্নথপুর এলাকায় মৃত শহিদ সরদারএর ছেলে রবিউল ইসলাম সরদার (৪৮)কে গ্রেফতার করেন।গ্রেফতারকৃত আসামীকে ইং- ২২/০৯/২০২২ ইং তারিখে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।

শেয়ার বাটন