Saturday, April 26সময়ের নির্ভীক কন্ঠ
Shadow

দেবহাটার পাটবাড়ি জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার দেবহাটার পাটবাড়ি জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে দেবহাটা পাটবাড়ি হতে উল্টো রথ বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। দেবহাটা থেকে শুরু করে মাঘরী ঘুরে পাটবাড়ির অনুষ্ঠানে যোগ হয়। এতে নেতৃত্ব দেন পাটবাড়ির গুরুদেব তপন গোস্বামী, স্বপন গোস্বামী, রতন গোস্বামী।
রথযাত্রা সার্বিক পরিচালনা করেন গোবিন্দ কৃষ্ণ গোস্বামী।
এদিকে, পাটবাড়ির অনুষ্ঠানের সার্বিক খোঁজ নিতে যান দেবহাটা উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুজিবর রহমান।

শেয়ার বাটন