Friday, September 22সময়ের নির্ভীক কন্ঠ
Shadow

দেবহাটার কুলিয়ায় স্থানীয় সরকার দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

রফিকুল ইসলাম, দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি: দেবহাটার কুলিয়া ইউনিয়ন পরিষদের আয়োজনে স্থানীয় সরকার দিবস’২৩ উদযাপন উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সোমবার (১৮ সেপ্টেম্বর) সকাল ১০টায় ইউনিয়ন পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালী বের করা হয়। র‍্যালীটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ইউনিয়ন পরিষদ হলরুমে আলোচনা সভায় মিলিত হয়। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: আছাদুল হক এর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। তিনি বলেন, স্থানীয় সরকার বিভাগ হলো সকল উন্নয়ন কর্মকান্ডের মূল চালিকা শক্তি। আমরা যারা জনপ্রতিনিধিগন দায়িত্ব পালন করছি, আমাদের প্রায় বরাদ্দ স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মাধ্যমে পেয়ে থাকি। স্থানীয় সরকার দিবস পালন করার মাধ্যমে এই প্রতিষ্ঠানের সঙ্গে সম্পৃক্ত সকলের মধ্যে একদিকে যেমন উৎসাহ তৈরি হবে অন্যদিকে কর্মস্পৃহা এবং দায়িত্ববোধ আরো বৃদ্ধি পাবে।উক্ত সভায় আরো উপস্থিত ছিলেন, কুলিয়া ইউনিয়ন প্যানেল চেয়ারম্যান মো: আবু সাঈদ, সাংবাদিক ছিদ্দিকুর রহমান ইউপি সচিব মো: ফারুক হোসেন, ইউপি সদস্য জাহিদুর রহমান, সদস্য আব্দুল হান্নান, সদস্য বিধান চন্দ্র সরকার, সদস্য প্রেম কুমার, সদস্য গোলাম রাব্বানী,মহিলা সদস্য শ্যামলী রাণী, ফতেমা খাতুন,শিরিনা রসূলসহ স্থানীয় সরকারি কর্মকর্তা,জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃত্ববৃন্দ।

শেয়ার বাটন