রফিকুল ইসলাম, দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধিঃ দেবহাটায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ , ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। দেবহাটা উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে উপজেলা পর্যায়ে বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা সোমবার (৩১ জুলাই) বিকালে দেবহাটা বিবিএমপি সরকারী ইনস্টিটিশন মাঠে, দেবহাটা উপজেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহনে। ট্রাইব্রেকারে কুলিয়া প্রাথমিক বিদ্যালয় বালকদের ৩-১ গোলে ঘলঘলিয়া প্রাথমিক বিদ্যালয় ছেলেরা উপজেলা চ্যাম্পিয়ান কাপ ছিনিয়ে নেন।
অপরদিকে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে। দেবহাটা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের বালিকাদের ১-০ গোলে সখিপুর দিঘিরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মেয়েরা উপজেলা চ্যাম্পিয়ান কাপ ছিনিয়ে নেন ।উক্ত খেলায় দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইয়ানুর রহমানের সভাপতিত্বে. প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোঃ মুজিবর রহমান ।বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ মনিরুজ্জামান মনি ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ হাবিবুর রহমান সবুজ ।
আরও উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আলী মোর্তজা মোঃ আনোয়ারুল হক, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আজহারুল ইসলাম সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ, সাংবাদিক বৃন্দ এবং বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক/শিক্ষিকা বৃন্দ।