Friday, September 22সময়ের নির্ভীক কন্ঠ
Shadow

দেবহাটায় দেড় লক্ষের বেশি বড়িসহ লিটন আটক

দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি: বাংলাদশ থেকে ভারতে পাচারকালে সরকারি গর্ভ নিরোধক সুখী বড়ি সহ ১ জনকে আটক করেছে দেবহাটা থানা পুলিশের চৌকষ অফিসার এসআই গিয়াস উদ্দিন আটককৃতের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে দেবহাটা থানায় একটি মামলা দায়ের করেছে। মামলা নং-০৭,পুলিশ জানায়, গোপন সংবাদের বিশেষ অভিযান পরিচালনাকালে ইং ১৯/০৮/২০২৩ ইং তারিখ, এসআই গিয়াস উদ্দিন ও এএসআই আঃ রহমান সঙ্গীয় ফোর্সসহ দেবহাটা থানার কুলিয়া গ্রামস্থ কুলিয়া কেন্দ্রিয় ঈদগাহ জামে মসজিদের সামনে শ্যামনগর টু সাতক্ষীরাগামী পাকা রাস্তার উপর থেকে সরকারি গর্ভ নিরোধক বড়ি ১ লক্ষ ৬১ হাজার ২৮০ পিচ সুখি বড়িসহ সাতক্ষীরা সদর উপজেলার কালিয়ানী গ্রামের ইদ্রিস আলী ওরফে দুনুর ছেলে লিটন হোসেন কে গ্রেফতার করেন। এবিষয়ে দেবহাটা থানার এসআই গিয়াস উদ্দিন বাদী হয়ে থানায় একটি চোরাচালান আইনে নিয়মিত মামলা দায়ের করেছেন। আসামীকে ইং-২০/০৮/২৩ ইং বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।

শেয়ার বাটন