Monday, September 16সময়ের নির্ভীক কন্ঠ
Shadow

দাউদপুর ব্লাড ডোনেশন সোসাইটির প্রতিষ্ঠা বার্ষিকী পালন

মোঃ জুলহাজুল কবীর নবাবগঞ্জ, দিনাজপুর: দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার স্বেচ্ছাসেবী,আর্তমানবতার সেবায় নিয়োজিত সংগঠন দাউদপুর ব্লাড ডোনেশন সোসাইটির ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে।
১২জুন সোমবার বিকেলে সংগঠনের প্রধান কার্যালয়ে কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী পালন ও স্থানীয় মাদ্রাসা প্রাঙ্গনে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
পরে সংগঠনের বিভিন্ন দিক নিয়ে আলোুসভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তারা বলেন, আজ আমাদের প্রানের সংগঠন দাউদপুর ব্লাড ডোনেশন সোসাইটির ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী। বিশেষ করে এই ৩টি বছর পেরিয়ে আমরা মোট ১১৮১ বিভিন্ন রোগিকে ব্লাড দিতে পেরেছি। এভাবেই সকলের সহযোগিতা নিয়েই শত বছর ধরে রাখতে চাই দাউদপুর ব্লাড ডোনেশন সোসাইটিকে। সকল ডোনার ও সেচ্ছাসেবীদের হৃদয়ের অন্তরস্থল থেকে শুভেচ্ছা জানিয়েছেন সংগঠনের নেতৃবৃন্দ। বেঁচে থাকুক মানবতা হাজার বছর।

শেয়ার বাটন