Saturday, March 22সময়ের নির্ভীক কন্ঠ
Shadow

দরদি সংগঠনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি

নিজস্ব প্রতিনিধি: ‘ধরিত্রী সবুজেই সাজে’ প্রতিপাদ্যে ২৯ আগস্ট সাতক্ষীরার দেবহাটা উপজেলাব্যাপী শুরু হয়েছে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সংগঠন দরদি’র বৃক্ষরোপণ কর্মসূচি। উপজেলার সকল শিক্ষাপ্রতিষ্ঠান ও গুরুত্বপূর্ণ স্থানে দরদি’র সদস্যদের অংশগ্রহণে এই কর্মসূচি চলবে আগামী ০৪সেপ্টেম্বর পর্যন্ত।

এরই অংশ হিসেবে আজ মঙ্গলবার (২৯আগস্ট) সকাল ৮.০০টায় সরকারি খানবাহাদুর আহছানউল্লা কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে সংগঠনটি। একই দিনে ক্রমান্বয়ে— সকাল ৯.০০টায় সখীপুর দীঘিরপাড় সরকারী প্রাথমিক বিদ্যালয়; সকাল ১০.০০টায় সখিপুর আলিম মাদরাসা; সকাল ১০.৩০মিনিটে ৩নং সখিপুর ইউনিয়ন পরিষদ; ️সকাল ১১.০০টায় পারুলিয়া এস এস মাধ্যমিক বিদ্যালয় এবং সকাল ১১.৩০মিনিটে পারুলিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ফলদ, বনজ ও ঔষধি বৃক্ষ রোপণ করা হয়। রোপণ করা বৃক্ষের মধ্যে আছে— কাঠগোলাপ, কামরাঙা, পেয়ারা, আমলকি, সফেদা, পাতাবাহার, ঝাও, লটকন ইত্যাদি।

দরদি’র উপদেষ্টামণ্ডলীদের ও স্থানীয় প্রশাসনের সহযোগিতায় এ বৃক্ষরোপণ কর্মসূচি পালন করে দরদি। বিশেষত, দরদি’র স্থানীয় সরকার ও গণ-যোগাযোগ বিষয়ক উপদেষ্টা মো. সাইফুল ইসলাম এবং দরদির প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুল্লাহ আল মামুন অন্যতম পৃষ্ঠপোষক ছিলেন। দরদি’র সভাপতি নাসিম হাসানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নাজমুল আহসানের পরিচালনায় সর্বমোট ৬টি ভেন্যুতে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়।

ভেন্যু-১.
প্রথমে সরকারি খানবাহাদুর আহ্ছানউল্লা কলেজে বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধনী পর্বে অংশগ্রহণ করেন অত্র সরকারি খানবাহাদুর আহ্ছানউল্লা কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মো. শহীদুল ইসলাম; কলেজের ব্যবস্থাপনা বিভাগীয় প্রধান, রোভার স্কাউট লিডার ও নলতা শরীফ প্রেসক্লাবের সভাপতি মো: মনিরুজ্জামান (মহসিন); দরদি’র ছাত্র-শিক্ষক সমন্বয় উপদেষ্টা, অত্র কলেজের শিক্ষক, জেলা রোভারের কোষাধ্যক্ষ ও সংবাদকর্মী মো. আবু তালেব, একই কলেজের প্রাণিবিদ্যা বিষয়ের প্রভাষক প্রদীপ কুমার মন্ডল সহ অন্যান্য শিক্ষক কর্মকর্তা-কর্মচারী, রোভার স্কাউট সদস্য তথা কলেজের অর্ধশতাধিক শিক্ষার্থীবৃন্দ এবং দরদি সংগঠনের সভাপতি, সম্পাদক সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

ভেন্যু-২.
সখীপুর দীঘিরপাড় সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন জনাব শিফালি মুখার্জি, প্রধান শিক্ষক দিঘিরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং
দরদি’র প্রচার ও প্রকাশনা বিষয়ক উপদেষ্টা মীর খায়রুল আলম, সভাপতি, দেবহাটা প্রেসক্লাব, সহ স্কুলের অন্যান্য শিক্ষক-শিক্ষিকাসহ শতাধিক শিক্ষার্থীবৃন্দ।

ভেন্যু-৩.
সখিপুর আলিম মাদরাসায় বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন জনাব মাওলানা শামসুল আরিফ
,সহকারী অধ্যক্ষ, সখিপুর আলিম মাদরাসা, সহ অন্যান্য শিক্ষকবৃন্দ।

ভেন্যু-৪.
৩নং সখিপুর ইউনিয়ন পরিষদে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম সহ পরিষদের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

ভেন্যু-৫.
পারুলিয়া এস এস মাধ্যমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কমসূচিতে অংশগ্রহণ করেন দরদি’র মাধ্যমিক ও গণশিক্ষা উপদেষ্টা মো. আবুল হোসেন, প্রধান শিক্ষক, পারুলিয়া এস এস মাধ্যমিক বিদ্যালয়সহ একাধিক শিক্ষকবৃন্দ ও উক্ত প্রতিষ্ঠানের অর্ধশতাধিক শিক্ষার্থীবৃন্দ।

ভেন্যু-৬.
পারুলিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন জনাব মোসলেহ উদ্দীন সরদার, ম্যানেজিং কমিটির সভাপতি, পারুলিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়। আরও অংশগ্রহণ করেন মো: নজরুল ইসলাম, প্রধান শিক্ষক, পারুলিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয় এবং জনাব শাহাবুদ্দিন, সহকারী প্রধান শিক্ষক, পারুলিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়, সহ উক্ত প্রতিষ্ঠানের একাধিক শিক্ষার্থী।

উক্ত বৃক্ষরোপণ কর্মসূচির সার্বিক পরিচালনায় ছিলেন দরদি’র একগুচ্ছ নিবেদিতপ্রাণ সদস্য—
দরদি’র সহ-সভাপতি মো. সাদিক, স্থানীয় সরকার ও গণ-যোগাযোগ বিষয়ক সম্পাদক মো. সোহেল হোসাইন এবং স্থানীয় সরকার ও গণ-যোগাযোগ বিষয়ক উপসম্পাদক মো. বাবুল ইসলাম, উপ-কর্মসূচি বিষয়ক সম্পাদক ইমরান হোসেন শান্তসহ যুক্ত ছিলেন দরদি’র কার্যকারী সদস্যবৃন্দ মো. মুস্তাহিদ এবং সাইয়েদ আল তিতুমীর।

বৃক্ষরোপণ কার্যক্রম সম্পর্কে দরদির সভাপতি বলেন, “সবুজ পৃথিবী কেবল সবুজেই সাজে। সবুজ হ্রাস পাওয়ার কারণে দিনদিন প্রাকৃতিক গোলযোগ বৃদ্ধি পাচ্ছে। উপকূলবর্তী দেবহাটাকে রক্ষায় একটি সবুজ বেষ্টনী তৈরির লক্ষ্য নিয়ে এই প্রোগ্রামের মাধ্যমে আমরা কমপক্ষে ৫শতাধিক ছাত্র ও অসংখ্য জনতাকে বৃক্ষরোপণের জন্য উদ্বুদ্ধ করেছি।”

সাধারণ সম্পাদকের অভিব্যক্তি “বৃক্ষের মতো নিঃস্বার্থ বন্ধু আর নেই। দূর্ভাগ্যবশত ব্যাপকহারে বৃক্ষনিধনের কারণে পরিবেশের ভারসাম্য বিনষ্ট হচ্ছে। উপজেলার সচেতন শিক্ষার্থী হিসেবে প্রতিটা শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীদের আন্তরিক সহযোগিতা ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ‘দরদি’ সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির শুভ সূচনা হয়েছে।”

শিক্ষা এবং সমাজসেবামূলক কার্যক্রমের লক্ষ্য নিয়ে ২০১৯ সালে একঝাঁক মেধাবী বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের নিয়ে প্রতিষ্ঠিত হয় দরদি সংগঠন। বার্ষিক বৃক্ষরোপণের কর্মসূচি হিসেবে ২০২৩সালে এটি ছিল দরদি’র সপ্তাহব্যাপী বৃক্ষরোপণের ১ম দিন। উপজেলার একাধিক প্রতিষ্ঠানে এই বৃক্ষরোপণ কার্যক্রমে শিক্ষকবৃন্দ ও সুধীসমাজ তাঁদেরকে সাধুবাদ জানান।

শেয়ার বাটন