বিশ্বজুড়ে ডায়াবেটিস রোগ ব্যাপক হারে বেড়ে যাওয়ায়,বিশ্ব ডায়াবেটিস ফেডারেশন (আইডিএফ) ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা ১৯৯১ সাল-এ ১৪ নভেম্বরকে ডায়াবেটিস দিবস হিসেবে ঘোষণা করে।
বিশ্ব ডায়াবেটিস দিবসকে সামনে রেখে লায়ন্স ক্লাব অব ঢাকা ওয়েসিসের উদ্যোগে ঢাকা আহছানিয়া মিশন, স্বাস্থ্য সেক্টর পরিচালিত , ঢাকা উত্তর সিটি করপোরেশন বাস্তবায়িত আরবান প্রাইমারী হেল্থ কেয়ার সার্ভিসেস ডেলিভারী প্রযেক্ট -২ পর্যায় এর কর্ম এলাকা ০৩ এর (মিরপুর মাজার রোড) নগর মাতৃ সদনে আজ ১৪ নভেম্বর রবিবার সকাল ১০টায় বিনা মূল্যে ডায়াবেটিস রোগ সনাক্ত করন, আক্রান্তদের তাৎক্ষনিত পরামর্শ ও চিকিৎসা ব্যবস্থাপনা ও রোগ সম্পর্কে সচেতনতা মূলক বার্তা প্রদান করাই ছিল দিবসের মূল উদ্যেশ্য।
সর্বমোট ২১৮ জন সেবা গ্রহন করেন। ঢাকা উত্তর সিটি করপোরেশন এর প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল জনাব জোবাদুর রহমান, স্বাস্থ্য ও ওয়াশ সেক্টরের পরিচালক এবং রিজিওন চেয়ারপার্সন লায়ন ইকবাল মাসুদ এবং প্রকল্পের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা গন উক্ত অনুস্ঠানে উপস্থিত ছিলেন।