

শাহীনুজ্জামান শাহীন, নিজস্ব প্রতিনিধি: ঢাকার দোহার উপজেলায় বিএনপির বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রীয় বিএনপির কর্মসূচির অংশ হিসেবে সারা দেশে উপজেলার বিক্ষোভ সমাবেশের অংশ হিসেবে
ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক খোন্দকার আবু আশফাকের নেতৃত্বে দ্রব্যমূল্য ও জ্বালানী তেলের দাম সহ ভোলা জেলার ছাত্রদলের সভাপতি নুর-আলম স্বেচ্ছাসেবক দলের নেতা আব্দুর রহিমের
হত্যার প্রতিবাদে দোহার উপজেলা বিএনপি ও সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ বিক্ষোভ মিছিলে অংশ নেন।
সোমবার সকাল থেকে উপজেলার করম আলীর মোড়ে বিএনপির নেতৃবৃন্দ জড়ো হতে থাকে। পরে সকাল সাড়ে ১০ টার সময় করম আলীর মোড় থেকে মিছিলটি বের হয়ে ওয়ান ব্যাংক মোড়ে এসে পৌছালে
মিছিলটি পুলিশের বাঁধার সম্মুখীন হয়। পরে সেখানেই নেতৃবৃন্দের বক্তব্যের মধ্যে দিয়ে বিক্ষোভ সমাবেশ শেষ হয়।
এসময় মিছিল থেকে জ্বালানী তেলসহ দ্রব্য মূল্যের দাম কমাতে বিভিন্ন ধরনের স্লোগান দিতে দেখা যায়। এ সময় উপস্থিত ছিলেন,দোহার উপজেলা বিএনপির সভাপতি মেছের,সাধারণ সম্পাদক মো.মাসুদ পারভেজ,সিনিয়র সহ সভাপতি জীবন বেপারী,
আবুল হোসেন খান,সাংগঠনিক সম্পাদক আছির উদ্দিন খান বাচ্চু,সেন্টু ভুইয়া,সিনিয়র যুগ্ন সম্পাদক ইয়ানুছ আলী খান, পৌরসভা বিএনপির সভাপতি আব্দুল কুদ্দুস,সাধারণ সম্পাদক মহসিন রহমান মাসুম,
ঢাকা জেলা যুবদলের সিনিয়র সহ সভাপতি আবুল হাশেম, কেন্দ্রীয় সেচ্ছাসেবক দলের সহ সাধারণ সম্পাদক ওয়াহিদুর রহমান বানি,মাহমুদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেন ও সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার রেজাউল খান সহ প্রতিটি ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।