Sunday, September 7সময়ের নির্ভীক কন্ঠ
Shadow

ডিএমপির মাদকবিরোধী অভিযানে গ্রেফতার-৫৩

হাসানুজ্জামান সুমন, বিশেষ প্রতিনিধি: রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৫৩ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।
গ্রেফতারের সময় তাদের হেফাজত থেকে ৩৪৭৪ পিস ইয়াবা, ৫৫ কেজি ৩৩৫ গ্রাম গাঁজা ও ৩৯৩.৭ গ্রাম ১৪৬ পুরিয়া হেরোইন উদ্ধারমূলে জব্দ করা হয়।
বুধবার ০৫.০৭.২৩ সকাল ছয়টা থেকে আজ ০৬.০৭.২৩ সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্য উদ্ধারসহ তাদেরকে গ্রেফতার করা হয়। ডিএমপির মিডিয়া এন্ড পাবলিক রিলেশন্স বিভাগে থেকে এ বিষয়ে নিশ্চিত করেছে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৪ টি মামলা রুজু হয়েছে।

শেয়ার বাটন