Friday, November 21সময়ের নির্ভীক কন্ঠ
Shadow

ডিএমপির মাদকবিরোধী অভিযানে মাদকসহ গ্রেফতার-২২

হাসানুজ্জামান সুমন, বিশেষ প্রতিনিধি: রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ২২ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।
গ্রেফতারের সময় তাদের হেফাজত থেকে ৭০০ পিস ইয়াবা, ১১ কেজি ৬৩০ গ্রাম গাঁজা ও ৭১ গ্রাম ৭৮ পুরয়িা হেরোইন উদ্ধার করা হয়।
বুধবার ২৪.০৫.২৩ সকাল ছয়টা থেকে আজ ২৫,০৫.২৩ সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্য উদ্ধারসহ তাদেরকে গ্রেফতার করা হয়। ডিএমপির মিডিয়া এন্ড পাবলিক রিলেশন্স বিভাগে থেকে এ বিষয়ে নিশ্চিত করেছে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১৭টি মামলা রুজু হয়েছে।

শেয়ার বাটন