Friday, September 22সময়ের নির্ভীক কন্ঠ
Shadow

ডিএমপির মাদকবিরোধী অভিযানে মাদক সহ গ্রেপ্তার-৪১

হাসানুজ্জামান সুমন, বিশেষ প্রতিনিধি: রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৪১ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)’র বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।
গ্রেফতারের সময় তাদের হেফাজত থেকে ৭৯১ পিস ইয়াবা, ১৩৩ গ্রাম হেরোইন, ৪২ কেজি ১৭০ গ্রাম গাঁজা ও ১১ক্যান অবৈধ বিয়ার উদ্ধার করা হয়।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে শুক্রবার (২০ জানুয়ারি ২০২৩) সকাল ছয়টা থেকে আজ(২১.০১.২০২৩) সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতারসহ মাদকদ্রব্য উদ্ধার করা হয়।ডিএমপির মিডিয়া এন্ড পাবলিক রিলেশন্স বিভাগে থেকে এ বিষয়ে নিশ্চিত করেছে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪৭টি মামলা রুজু হয়েছে।

শেয়ার বাটন