Thursday, October 3সময়ের নির্ভীক কন্ঠ
Shadow

জলবায়ু অর্থ চুক্তির পথে বাধা হয়ে দাঁড়াতে পারে ভূরাজনীতি

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন জলবায়ু কার্যক্রম ও সবুজ পরিবর্তনের জন্য তহবিল ও প্রযুক্তি গতিশীল করতে বৈশ্বিক অংশীদারিত্বের প্রয়োজনীয়তার কথা পুনর্ব্যক্ত করেছেন।

শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) জার্মানিতে শুরু হওয়া ‘৫৮তম মিউনিখ নিরাপত্তা সম্মেলনে’ জলবায়ু সংকট মোকাবিলায় এক প্যানেল আলোচনায় এসব কথা বলেন তিনি।

এ সম্মেলনটি ২০ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে।

সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে বক্তব্য দেয়ার সময় ড. মোমেন ইউক্রেন পরিস্থিতিসহ ভূরাজনৈতিক উত্তেজনার কারণে জলবায়ু অর্থায়নের জন্য আন্তর্জাতিক অঙ্গীকার প্রভাবিত হতে পারে কি না তা নিয়ে সন্দেহ প্রকাশ করেন।

এছাড়া পররাষ্ট্রমন্ত্রী ২১ ফেব্রুয়ারি প্যারিসের উদ্দেশে মিউনিখ ত্যাগ করবেন এবং ২২ ফেব্রুয়ারি সেখানে অনুষ্ঠিতব্য প্যাসিফিক সহযোগিতা বিষয়ক মন্ত্রী পর্যায়ের ফোরাম বৈঠকে যোগ দেবেন।

শেয়ার বাটন