আবু রায়হান, জয়পুরহাটঃ জয়পুরহাট পৌর শহরের আমতলী এলাকায় ভাড়া বাসা থেকে সোমবার দুপুরে রিতা (৩০) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে পুলিশ।
নিহত রিতা কালাই উপজেলার ঘাটুরিয়া গ্রামের মেহেদুল ইসলামের স্ত্রী।
পুলিশ ও স্থানীয় এলাকাবাসী সূত্রে , নিহত রিতার স্বামী ঢাকায় চাকরি করতেন। দুই মেয়ে ও এক ছেলেকে নিয়ে তিনি জয়পুরহাট শহরের আমতলী এলাকায় ভাড়া বাসায় থাকতেন। সকালে তার সন্তানরা স্কুলে যায়, পরে তার ৬ বছরের ছেলে বাড়িতে এসে দেখেন খাটের উপর তার মায়ের লাশ পড়ে আছে। এসময় তার চিৎকারে স্থানীয় এসে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতাল মর্গে পাঠায়।
এ ব্যাপারে জয়পুরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবির জানান, ঘটনাটি তদন্ত করা হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্ট আসলে তার মৃত্যুর আসল রহস্য জানা যাবে।