Monday, September 16সময়ের নির্ভীক কন্ঠ
Shadow

জয়পুরহাটে বিএনপির মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত

আবু রায়হান, জয়পুরহাটঃ নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের এক দফা দাবিতে বিএনপির শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচিতে পুলিশ ও আওয়ামী লীগ কর্তৃক হামলার প্রতিবাদে বিএনপির জিয়া স্মৃতি পাঠাগারের কেন্দ্রীয় সদস্য শাহ কামাল রাসেলের আয়োজনে জয়পুরহাটে পূর্ব ঘোষিত কর্মসূচি ছাড়াই বিএনপির মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকাল সাড়ে ১০ টায় জয়পুরহাট শহরের বৈরাগীর মোড় থেকে বিএনপি নেতাকর্মীরা ব্যানার ও ফেস্টুনসহ মিছিল বের করে নতুনহাট চত্বরে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।

এসময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাবেক সেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক কাজী আসলাম, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আশফাকুর রহমান পাপন, সহ-সাধারণ সম্পাদক মুরাদুজ্জামান রকি, জেলা যুবদলের সদস্য রাশেদুল ইসলাম রাশেদ, সোহেল মন্ডল, আসাদ, রকিসহ অন্যান্যরা।

সংক্ষিপ্ত সমাবেশ থেকে নেতাকর্মীরা আওয়ামী লীগ সরকারের পদত্যাগসহ নির্দলীয় নিরপেক্ষ
তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবি জানান।

শেয়ার বাটন