Friday, September 22সময়ের নির্ভীক কন্ঠ
Shadow

জয়পুরহাটে একটি বিদেশী পিস্তল ও ২ রাউন্ড গুলিসহ আটক-২

আবু রায়হান, জয়পুরহাটঃ জয়পুরহাটে একটি বিদেশী পিস্তল ও ২ রাউন্ড গুলিসহ দু’জনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশের অভিযানিক দল।

গ্রেফতারকৃতরা হলেন, দিনাজপুর জেলার হাকিমপুর থানার মধ্যবাসুদেবপুর ষ্টেশন পাড়ার বাসিন্দা মৃতঃ আব্দুর রশিদের ছেলে সুজন হোসেন (৩৫), ও মৃতঃ আব্দুল হকের ছেলে জয়নাল আবেদিন ওরফে লিটন (৩২)।

জয়পুরহাট পুলিশ সুপার মোহাম্মদ নূরে আলম এর দিক নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি)
পুলিশের ওসি শাহেদ আল মামুন এর নেতৃত্বে এসআই মিজানুর রহমান ও সাগর সরকার সঙ্গীয় অফিসার ফোর্সসহ গতকাল (২২ জুলাই) শনিবার বিকালে অবৈধ অস্ত্রগুলি উদ্ধার অভিযান পরিচালনা করে জয়পুরহাট জেলার পাঁচবিবি পৌর সদরের পশ্চিম বালিঘাটা টি এ্যান্ড টি পাড়া থেকে তাদেরকে হাতেনাতে গ্রেফতার করেন।

রবিবার (২৩ জুলাই) দুপুরে জয়পুরহাট পুলিশ সুপার মোহাম্মদ নূরে আলম গণমাধ্যমকে জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পাঁচবিবি থানায় অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে। তারা কি কারণে অস্ত্র নিয়ে উক্ত এলাকায় অবস্থান করিছল এবং এর সাথে আরও কে কে জরিত রয়েছে সেটি উদঘাটন তৎপরতা অব্যাহত রয়েছে।

শেয়ার বাটন