হাসানুজ্জামান সুমন, বিশেষ প্রতিনিধি: রাজধানীর চকবাজার এলাকা থেকে ইয়াবাসহ একজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর চকবাজার মডেল থানা পুলিশ। গ্রেফতারকৃতের নাম মোঃ রুবেল মিয়া।
চকবাজার মডেল থানার অফিসার ইনচার্জ কাজী শহীদুজ্জামান জানান, চকবাজারের হোসনে দালান রোড এলাকায় এক ব্যক্তি ইয়াবাসহ অবস্থান করছে মর্মে তথ্য পাওয়া যায়। এমন তথ্যের ভিত্তিতে সোমবার রাত ০৮:৪০ টায় ওই এলাকায় অভিযান পরিচালনা করে ৫৭০ পিস ইয়াবাসহ রুবেলকে গ্রেফতার করা হয়। ডিএমপির মিডিয়া এন্ড পাবলিক রিলেশন্স বিভাগে থেকে এ বিষয়ে নিশ্চিত করেছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য সম্পর্কে তিনি বলেন, গ্রেফতারকৃত রুবেল বিভিন্ন স্থান থেকে ইয়াবা সংগ্রহ করে চকবাজার এলাকাসহ আশপাশ এলাকায় বিক্রি করতো।
গ্রেফতারকৃতের বিরুদ্ধে চকবাজার মডেল থানায় মামলা রুজু হয়েছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।