Saturday, March 22সময়ের নির্ভীক কন্ঠ
Shadow

গাজীপুরে অনুমোদনহীন মিনি পেট্রোল পাম্প বন্ধের দাবী

সাইদুল ইসলাম রনি,গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুরের কাপাসিয়া ও কালিগজ্ঞে ‍অনুমোদনহীন মিনি পেট্রোল নামে জ্বালানী তেলের ব্যবসা বন্ধে দাবী জানিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার্স ডিস্ট্রিবিউটরস এজেন্টস এন্ড পেট্রোল পাম্প ওনার এসোসিয়েশনস।

সোমবার (২১ আগস্ট) দুপুরে বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার্স ডিস্ট্রিবিউটরস এজেন্টস এন্ড পেট্রোল পাম্প ওনার এসোসিয়েশনস গাজীপুর জেলা কমিটি অনুমোদনহীন পাম্প বন্ধে জেলা ম্যাজিস্ট্রেট এর কাছে আবেদন করেছেন বলে জানায়।

বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার্স ডিস্ট্রিবিউটরস এজেন্টস এন্ড পেট্রোল পাম্প ওনার এসোসিয়েশনস গাজীপুর জেলা কমিটি সভাপতি জায়েদ আহমেদ, সাধারণ সম্পাদক মামুন সিরাজুল আলম এর জেলা ম্যাজিস্ট্যট বরাবর স্বাক্ষরিত আবেদন সূত্রে জানা যায়, গাজীপুর জেলার কাপাসিয়া ও কালিগজ্ঞ থানায় ‍অনুমোদনহীন মিনি পেট্রোল নামে জ্বালানী তেলের ব্যবসা গড়ে উঠেছে। অবৈধ পেট্রোল পাম্পগুলো জন্য বৈধ মালিকাধীন লাইসেন্স প্রাপ্ত পেট্রোল পাম্পগুলো ব্যবসা পরিচালনা কঠিন হয়ে পড়েছে।

সরেজমিনে গিয়ে দেখা গেছে, জযদেবপুর হাড়িনাল রোডে মেসার্স মায়ের দোয়া এন্টারপ্রাইজ, জয়দেবপুর জোরপুকুর মেসার্স জোড়পুকুর এন্টারপ্রাইজ, কালিগজ্ঞ নরুন বাজার মেসার্স মদিনা এন্টারপ্রাইজ, কালিগজ্ঞ ইঠাখোলা আজমত
পুর মেসার্স কে এন এন্টারপ্রাইজ, কালিগজ্ঞ বাজারে মেসার্স লিওন এন্টারপ্রাইজ, আজমতপুর চৌরাস্তা মেসার্স জারিফ এন্টারপ্রাইজ, জয়দেবপুর হাড়িনাল উত্তরপাড়া মেসার্স মিনি (জে এ)পেট্রোল পাম্প গুলোতে বাইক, পিকআপে জ্বালানী তেল বিক্রি করা হচ্ছে। সড়কের পাশে ছোট্ট দোকানের ভেতরে দুটি বা তিনটি ডিসপেন্সার মেশিন বসিয়েও ব্যবসা চালানো হচ্ছে।

বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার্স ডিস্ট্রিবিউটরস এজেন্টস এন্ড পেট্রোল পাম্প ওনার এসোসিয়েশনস গাজীপুর জেলা কমিটি সভাপতি জায়েদ আহমেদ, ছোট ছোট দোকানে যদি প্রেট্রল বিক্রি করে তাহলে এই ব্যবসাটা থাকিবে কিভাবে। বৈধ ও প্রতিষ্ঠিত পেট্রলপাম্পগুলো অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। নিরাপত্তা কোনো বালাই নেই। ওরা ব্যবসা নষ্ট করে ফেলছে। আমরা ইতিমধ্যে ডিসি সাহেবকে বিষয়টি অবগত করেছি।

কালিগজ্ঞ উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিজুর রহমান জানান, অনুমোদনহীন মিনি পেট্রোল পাম্প এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (জেনারেল) ওয়াহিদ হোসেন জানান, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে
আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার বাটন