Thursday, October 3সময়ের নির্ভীক কন্ঠ
Shadow

কুলিয়ায় অসুস্থ গরু জবাই, পুলিশের উপস্থিতিতে ব্যবসায়ীর দৌড়

রফিকুল ইসলাম, দেবহাটা প্রতিনিধি: সাতক্ষীরার দেবহাটার কুলিয়ায় আবারো অসুস্থ গরু জবাই করার অভিযোগ পাওয়া গেছে। এঘটনায় স্থানীয়রা উপজেলা নির্বাহী অফিসার ও পুলিশকে সংবাদ দিলে পুলিশের উপস্থিতি টের পেয়ে ঐ অসাধু ব্যবসায়ী দৌড় দিয়ে পালিয়ে চলে যায়। পরে ঐ জব্দকৃত মাংসগুলো উপজেলা প্রানী সম্পদ অফিসের সংশ্লিষ্টদের উপস্থিতিতে আগুন দিয়ে পুড়িয়ে মাটিতে পুতে ফেলা হয়। জানা গেছে, ৯/৪/২৩ ইং সকালে কুলিয়া আশু মার্কেটে একটি অসুস্থ গরু জবাই করা হয়।গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা প্রানী সম্পদ অফিসের ভিএস ডাঃ তৌহিদুল ইসলামের নির্দেশনায় এলইও নাজমুল হোসাইন ও এলএসপি শরিফুল এবং এফএফ মমতাজ পারভিনের উপস্থিতিতে তদন্ত করে দেখা যায় গরুটি কসাইরা সাড়ে ৯ হাজার টাকা দিয়ে কিনেছে। বিষয়টি ইউএনওকে অবগত করানো হলে এসআই হাফিজ মাহবুব সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছালে উক্ত ব্যবসায়ী দৌড়ে পালায়। পরে কুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসাদুল হক এসে মাংসগুলো আগুনে পুড়িয়ে মাটিতে পুতে ফেলা হয়। উল্লেখ্য, ইতিপূর্বে কুলিয়া বাজারে অসুস্থ গরু জবাইকে কেন্দ্র করে চাঁদাবাজির ঘটনা ঘটলে এবিষয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় আলোচনা, তদন্ত কমিটি গঠন এমনকি এবিষয়ে আদালতে মামলা দায়েরও করা হয়।

শেয়ার বাটন